আলমগীর কবির।।
পুরাতন রেট সিডিউল বাতিল করে ৮০% হারে নতুন রেট নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ মামুনুর রশীদ মজুমদার, খন্দকার জিহাদুল আমিন, পরিমলেন্দু দাসসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা জোন সভাপতি মোঃ নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন মোঃ সায়েম, মোঃ এনাম, মোঃ সালাহউদ্দিন, মোঃ জিল্লুর, মোঃ টিটু প্রমুখ।
বক্তব্যে মামুনুর রশীদ বলেন, “২০১৭ সালের পর থেকে একাধিকবার ভ্যাটসহ বিভিন্ন খরচ বৃদ্ধি পেলেও আমাদের মিনি ঠিকাদারদের কাজের রেট এখনো পূর্বের অবস্থানেই রয়েছে। একজন শ্রমিকের বেতন যেখানে আগে ছিল ৬-১০ হাজার টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫-২৫ হাজার টাকায়। পরিবহন খরচও দ্বিগুণ থেকে চারগুণ বেড়েছে। অথচ আমাদের পারিশ্রমিকের কোনো পরিবর্তন হয়নি।”
তিনি অভিযোগ করেন, অন্যান্য সরকারি সিভিল সেক্টরে কাজের দর বৃদ্ধি পেলেও মিনি ঠিকাদারদের দাবিকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হচ্ছে। অথচ দেশের প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে এই খাতের মানুষরাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মানববন্ধন শেষে জেনারেল ম্যানেজার (জিএম) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতে রেট সিডিউল ৮০% বৃদ্ধির দাবির পাশাপাশি, অবিলম্বে পুরাতন রেট বাতিল করে বাস্তবসম্মত নতুন হার নির্ধারণের দাবি জানানো হয়।
মামুনুর রশিদ আরও বলেন, “আমরা একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। তবে আমাদের এই ন্যায্য দাবি পূরণ না হলে আমরা দরপত্র বর্জনসহ লাইন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম বন্ধের মত কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।”
তিনি সরকারের কাছে মিনি ঠিকাদারদের পারিশ্রমিক বৃদ্ধির মাধ্যমে তাদের পরিবার-পরিজন নিয়ে সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
আরো দেখুন:You cannot copy content of this page