সার্বভৌমত্ব ও স্বাধীনতা নিয়ে ঝুঁকি তৈরি হলে আমরা সারা দুনিয়া জ্বালিয়ে দেব -পিনাকী ভট্রাচার্য

ইতালি থেকে সরকার মোখলেছুর রহমান।।
ইতালির মিলানে নর্দ প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘ছাত্র জনতার গণঅভ্যুত্থান: আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনার রবিবার মিলানের একটি অভিজাত হলে অনুষ্ঠিত হয়। মিলানের রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যবসায়ী ও কমিউনিটি নেতা হোসাইন মোহাম্মদ মনির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী লেখক এবং এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

সেমিনারটি যৌথভাবে সঞ্চালনা করেন ইতালি প্রবাসী রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুন, আজমত উল্লাহ শিকদার রবিন এবং নূর হোসেন জমির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোম থেকে আগত রাজনীতিবিদ এবং কমিউনিটি নেতা আমিনুর রহমান সালাম, রাজনীতিবিদ সর্দার আসাদুজ্জামান রিপন, ইতালির বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল ব্রাদার্স অব ইটালির ফরেন অ্যাফেয়ার্স সম্পাদক কারলো ব্রিজনোলো গোরলা, একই দলের মিলান শহরের সমন্বয়ক সিমোনে অরলান্ডি, মিলান শহরের সিটি কাউন্সিলর ফ্রান্সেসকো রোকা।

এছাড়া স্থানীয় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরাও সেমিনারে জুলাই গণঅভ্যুথান নিয়ে মতামত দেন।

প্রধান অতিথির বক্তব্যে পিনাকী ভট্টাচার্য বলেন, ‘ইতিহাসে যেই মীর জাফর লড়াই করে বর্গীর আগমন ঠেকিয়েছিল এবং আমাদের বাঁচিয়েছিল, সেই মীর জাফর আমাদের স্বাধীনতা পলাশীর আম্রকাননে ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল।
একইভাবে যেই শেখ মুজিব আমাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, আমাদেরকে লড়াই করতে উদ্বুদ্ধ করেছিল, সেই শেখ মুজিবের দল বাংলাদেশে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের দাসত্ব সৃষ্টি করেছিল।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেক জাতির কিছু বড় দুর্বলতা আছে। যেমন ফরাসিদের কাছে প্রেম, ইতালিয়দের কাছে ফুটবল ও ফ্যাশন। তেমনি আমাদের হচ্ছে কান্না ও বেদনা। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় আমরা সম্মিলিতভাবে প্রিয় মাতৃভূমিকে আর কাঁদতে দেব না এবং এর অতীত বঞ্চনার ইতিহাস মুছে দিব। তারপরও আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা নিয়ে ঝুঁকি তৈরি হলে আমরা সারা দুনিয়া জ্বালিয়ে দেব।’

সেমিনারে প্রবাসীদের চার দফা দাবি নিয়ে সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ এবং এক্টিভিস্ট মোহাম্মদ আলী চৌধুরীর লেখা একটি প্রবন্ধ পাঠ করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন মিলানের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহেমদ, রুহিন আহমেদ, মামুন সর্দার, সালেহ আহমেদ, সুহেব আহমেদ, জাকির হোসেন, উজ্জ্বল দেওয়ান, উসমান খান, নুরুল ইসলাম জুয়েল, জুয়েল পাশা, রজন আহমেদ, শফিকুল ইসলাম মিলন, দস্তগীর আহমেদ, সবুর মিয়া।

ইতালির ভিসেন্সা থেকে রাজনীতিবিদ আজিজুর রহমান, মনফালকন থেকে রফিকুল ইসলাম মোস্তাক ও ফরিদুল ইসলাম আনিস, তুরিন থেকে আসাদ উল্লাহ, মোক্তার খান, কামরুল হাসান ও আরিফুর রহমান, পিসা থেকে মোহাম্মদ আলী জিন্নাহ, দিদারুল ইসলাম, লিভর্ন থেকে আফিল উদ্দিন, জেনোভা থেকে সবুজ ঢালী, সজীব মুন্সী, ব্রেসিয়া থেকে শফিকুল ইসলাম মাসুদ, বাবুল আহমেদ, কামরুল ইসলাম মোরাদ সহ প্রায় দুইশতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন।

পরিশেষে ইতালি বিএনপির সভাপতি আমিনুর রহমান সালামকে মিলান বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন শহর থেকে আশা মনফলকনে, ব্রেসিয়া, জেনোভা, ভিসেন্সা, লিভর্ন, ভারেজ বিএনপির নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে সম্পন্ন হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page