সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার বুড়িচংয়ের এক যুবক নিহত

জহিরুল হক বাবু।।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার বুড়িচং উপজেলার এক যুবক নিহত হয়েছে। বুধবার সৌদি আরব সময় রাত সাড়ে ৮ টায় মক্কা নগরী থেকে ১২০ কিলোমিটার দূরে আল লাম লাম (মিকাত) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ ফারুক (৪৫), সে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের আনন্দপুর (বিজিবি ক্যাম্পের পশ্চিম পাশের বাড়ি) গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।

মৃত্যুর বিষয়টি কুমিল্লা নিউজকে নিশ্চিত করেছেন তার ছোট ভাই মোহাম্মদ ইমন।

ইমন জানান, গত সাত বছর পূর্বে তার ভাই সৌদি আরবে যায়। সর্বশেষ দেড় বছর পূর্বে দেশ থেকে ছুটি কাটিয়ে যায় সে। ফারুক সৌদি আরবে গাড়ি চালক হিসেবে পেশায় নিয়োজিত ছিল।

ইমন জানান, বুধবার রাত দেড়টায় সৌদি আরবে থাকা তার ফুফাত ভাই দুলাল ফোন করে জানায় ইমন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মিকাত নামক স্থানে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফারুক নিহত হন। তিনি আরো জানান, সাদা রংয়ের একটি প্রাইভেটকার চালিয়ে ফারুক বাসায় যাচ্ছিলেন পথমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে থাকা নিহত ফারুকের নিকটাত্মীয় মোঃ শাহ আলম শাহপরান জানান, ফারুক ওই এলাকাতেই বসবাস করতেন, রাতের খাবারের জন্য গাড়ি নিয়ে বের হয়েছিল। বাসা থেকে তিন কিলোমিটার দূরে একটি সড়কে গাড়ি ইউটার্ন নিয়ে রাস্তায় উঠার সময় মর্মান্তিকে দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এদিকে ফারুকের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। নিহত ফারুক চার ভাইয়ের মধ্যে সকলের বড় ছিলেন। তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের সদস্যরা পাগল প্রায় অবস্থায় আছে।

এদিকে নিহতের মরদেহ দেশে আনার জন্য ও পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ফারুকের লাশ দেশে আনাসহ তার পরিবারকে সহযোগিতা করার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের কার্যকর ভূমিকা রাখবে। এ বিষয়ে বুড়িচং উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page