সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রনোদনা এসএমই ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বিআরডিবি আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঋণ ও গাছের চারা বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এবং বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিআরডিবি উপপরিচালক যোবেদা আক্তার।
জানা গেছে ১৭ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে ২৭ লক্ষ টাকা চেক হস্তান্তর ও ৫১ টি চারা গাছ বিতরণ করা হয়।
ইউএনও রুমন দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মহাসিন সরকার, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন, সহকারী পল্লী উন্নয়ন অফিসার শাহিদুল হক দেওয়ান ও উদ্যোক্তা জাহানারা বেগম প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক হোমনা থানা, মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ,ভূমি অফিস, ডিজিটাল সেন্টার, কমিনিটি ক্লিনিক,ভঙ্গারচর আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপন, প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী প্রদান, উপজেলা ভূমি অফিস,হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন ।
আরো দেখুন:You cannot copy content of this page