চৌদ্দগ্রাম বিএনপি’র সভাপতি কামরুল হুদার ভাই নাজমুল হুদার ইন্তেকাল, দাফন সম্পন্ন

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা বিএনপি’র সভাপতি কামরুল হুদার বড় ভাই আওয়ামীলীগ নেতা নাজমুল হুদা (৫৬) হৃদরোগে আক্রান্ত্র হয়ে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, মা, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

বুধবার (৬ এপ্রিল) বা’দ যোহর উপজেলার উজিরপুর ইউনিয়নের প্রতাপপুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন প্রতাপপুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার সুপার মাওলানা আব্দুল মতিন। জানাযায় মরহমের আত্মীয়-স্বজনসহ ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলো।

এদিকে নাজমুল হুদার মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপিসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আবু হাসনাত মিয়া মোহাম্মদ জোবায়ের এর সঞ্চালনায় জানাযায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম বিএনপি’র সভাপতি কামরুল হুদা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ্ আলম রাজু, কুমিল্লা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম জুয়েল, কুমিল্লা মহানগর আ’লীগ নেতা কবির শিকদার, মহানগর আ’লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফাত্তাহ্, বিজিএমইএ এর পরিচালক দেলোয়ার হোসেন জেকি, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির চেয়ারম্যান আলী আশ্বব, মীর ওমর ফারুক (টিআই), উজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল হক, মরহুমের চাচা মফিজুর রহমান, ছোট ভাই রেজাউল হুদা, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান ওয়াসিম, কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page