বিপিএল কুমিল্লার মাঠে সাইফ স্পোটিং ক্লাব ২ -১ গোলে জয়ী

কুমিল্লা নিউজ ডেস্ক।।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের খেলায় কুমিল্লার মাঠে সাইফ স্পোটিং ক্লাব মোহামেডান স্পোটিং ক্লাবকে ২-১ গোলে পরাজিত করেছে।

বৃহস্পতিবার বিকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে এই খেলা অনুষ্টিত হয়। সাইফ স্পোর্টং এর মোঃ আরিফুর রহমান খেলায় প্রথমার্ধের ৪৩ মিনিটে নিজ দলের পক্ষে প্রথম গোলটি করেন। এর মাত্র তিন মিনিট পরেই একই দলের নাইজেরিয়ান খেলোয়াড় জন ওকোলি দ্বিতীয় গোলটি করেন।

মোহমেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে দলের অধিনায়ক ওরিও নাগাতা দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে দলের পক্ষে প্রথম গোলটি করে সমতা আনার চেষ্টা করেন। এর আগে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে ন্বাগত বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত। রংঙ্গিন বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্হার সভাপতি আবুল ফজল মীর, বক্তব্য রাখেন পুলিশ সুপার ফারুক আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি প্রয়াত বাদল রায়ের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page