০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড আমাকে সুযোগ দিন আমি হতাশ করব না- মনিরুল হক চৌধুরী অতীতের বেইমানরা আজও আছে; মানুষ বদলায়, কিন্তু বেইমানির স্বভাব বদলায় না -হাজী ইয়াছিন কুমিল্লায় জাতীয়তাবাদী সংগ্রামদলের মানববন্ধন; বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাফিয়াদের গুলিতে ৩ বাংলাদেশী যুবকের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বুড়িচংয়ে জিপির টাকার দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা

  • তারিখ : ০৮:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
  • 36

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে সিএনজি চালিত অটোরিকশা স্টেশনের জিপির (চাঁদা) টাকা নিয়ে দ্বন্দ্বে আবুল কাসেম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের বড় ভাইকেও পিটিয়ে আহত করেছে হামলাকারীরা।

নিহত যুবকের নাম আবুল কাসেম (৪০)সে বুড়িচং উপজেলার ভারিকোঠা গ্রামে মৃত আরব আলীর ছেলে।

নিহতের বড় ভাই সিএনজি চালক আবুল কালাম জানান, সকাল সাড়ে ৭ টায় তিনি নিমসার বাজারে সিএনজি নিয়ে যায়। এসময় নিমসার বাজারে জিপির (চাঁদা) টাকার জন্য সায়েদুল, মিজান, বাকিরসহ ৫/৬ জন তার উপর হামলা চালিয়ে মারাত্মকভাবে ভাবে আহত করে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। বিকেলে ৩ টায় আহত আবুল কালামের ছোট ভাই আবুল কাসেম আহত ভাইকে দেখতে হাসপাতালে যায়।

হাসপাতাল থেকে বড় ভাইকে দেখে বাড়ি ফেরার পথে উপজেলা শিকারপুর মালিবাড়ি এলাকায় পৌছালে সায়েদুল, মিজান, বাকিরসহ ৫/৬ জনের একটি দল তার উপর হামলা চালায়। হামলাকারীরা এসময় কাসেমকে পিটিয়ে মারাত্মক ভাকে আহত করে।

স্থানীয় লোকজন আহত কাসেমকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কাসেমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী নিমসার-কংশনগর সড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ করে।

খবর পেয়ে স্থানীয় মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম ঘটনাস্থলে পৌছে ন্যায় বিচারের আশ্বাস দিলে ২ ঘন্টাপর অবরোধ তুলে নেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী আজকের জানান, স্থানীয়রা মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশের উপস্থিতিতে ন্যায় বিচারের আশ্বাসে স্থানীয় বিক্ষোভ তুলে নেয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসলাম হোসেন বলেন, নিহতের খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

error: Content is protected !!

বুড়িচংয়ে জিপির টাকার দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা

তারিখ : ০৮:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে সিএনজি চালিত অটোরিকশা স্টেশনের জিপির (চাঁদা) টাকা নিয়ে দ্বন্দ্বে আবুল কাসেম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের বড় ভাইকেও পিটিয়ে আহত করেছে হামলাকারীরা।

নিহত যুবকের নাম আবুল কাসেম (৪০)সে বুড়িচং উপজেলার ভারিকোঠা গ্রামে মৃত আরব আলীর ছেলে।

নিহতের বড় ভাই সিএনজি চালক আবুল কালাম জানান, সকাল সাড়ে ৭ টায় তিনি নিমসার বাজারে সিএনজি নিয়ে যায়। এসময় নিমসার বাজারে জিপির (চাঁদা) টাকার জন্য সায়েদুল, মিজান, বাকিরসহ ৫/৬ জন তার উপর হামলা চালিয়ে মারাত্মকভাবে ভাবে আহত করে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। বিকেলে ৩ টায় আহত আবুল কালামের ছোট ভাই আবুল কাসেম আহত ভাইকে দেখতে হাসপাতালে যায়।

হাসপাতাল থেকে বড় ভাইকে দেখে বাড়ি ফেরার পথে উপজেলা শিকারপুর মালিবাড়ি এলাকায় পৌছালে সায়েদুল, মিজান, বাকিরসহ ৫/৬ জনের একটি দল তার উপর হামলা চালায়। হামলাকারীরা এসময় কাসেমকে পিটিয়ে মারাত্মক ভাকে আহত করে।

স্থানীয় লোকজন আহত কাসেমকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কাসেমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী নিমসার-কংশনগর সড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ করে।

খবর পেয়ে স্থানীয় মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম ঘটনাস্থলে পৌছে ন্যায় বিচারের আশ্বাস দিলে ২ ঘন্টাপর অবরোধ তুলে নেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী আজকের জানান, স্থানীয়রা মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশের উপস্থিতিতে ন্যায় বিচারের আশ্বাসে স্থানীয় বিক্ষোভ তুলে নেয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসলাম হোসেন বলেন, নিহতের খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।