০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড আমাকে সুযোগ দিন আমি হতাশ করব না- মনিরুল হক চৌধুরী অতীতের বেইমানরা আজও আছে; মানুষ বদলায়, কিন্তু বেইমানির স্বভাব বদলায় না -হাজী ইয়াছিন কুমিল্লায় জাতীয়তাবাদী সংগ্রামদলের মানববন্ধন; বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাফিয়াদের গুলিতে ৩ বাংলাদেশী যুবকের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কুমিল্লায় প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমান ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

  • তারিখ : ১২:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • 38

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী ও সদর দক্ষিণ মডেল থানাধীন রাজেন্দ্রপুর এলাকা থেকে ৬২১ বোতল ফেন্সিডিল’সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শনিবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক, মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল শুক্রবার বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৮০ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলোঃ চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানার দেওয়ানহাট গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে লেদু মিয়া (৪৮) এবং একই জেলার হালিশহর থানার মধ্যরামপুর গ্রামের মোঃ জসিম উদ্দিন এর ছেলে সাইমুন উদ্দিন মুন্না (২০)।

অন্যদিকে র‌্যাবের পৃথক অপর একটি অভিযানে শুক্রবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে। একটি প্রাইভেটকার থেকে ৪৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমান ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

তারিখ : ১২:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী ও সদর দক্ষিণ মডেল থানাধীন রাজেন্দ্রপুর এলাকা থেকে ৬২১ বোতল ফেন্সিডিল’সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শনিবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক, মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল শুক্রবার বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৮০ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলোঃ চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানার দেওয়ানহাট গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে লেদু মিয়া (৪৮) এবং একই জেলার হালিশহর থানার মধ্যরামপুর গ্রামের মোঃ জসিম উদ্দিন এর ছেলে সাইমুন উদ্দিন মুন্না (২০)।

অন্যদিকে র‌্যাবের পৃথক অপর একটি অভিযানে শুক্রবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে। একটি প্রাইভেটকার থেকে ৪৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।