নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা কলেজ থিয়েটারের ২০২০-২৪ সালের জন্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে ।
কুমিল্লা সরকারি কলেজের থিয়েটার কক্ষে এই কমিটি অনুমোদন দেন, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ এবং কুমিল্লা কলেজ থিয়েটারের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর মোঃ বাহাদুর হোসেন।
কমিটিতে আগামী এক বছরের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত হন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ আনোয়ারুল হক।
সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ স্বজল মিয়া (সম্মান ৩য় বর্ষ, গনিত বিভাগ )
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৌহার্দ্য চক্রবর্তী (সম্মান ২য় বর্ষ ইংরেজি বিভাগ ) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন প্রীতম(সম্মান ১ম বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ) ও শাহিন আলম(ডিগ্রী ১ম বর্ষ),অর্থ সম্পাদক জয়শ্রী পাল(সম্মান ১ম বর্ষ,ইংরেজি বিভাগ), দপ্তর সম্পাদক পাবেল হোসেন সিয়াম(ডিগ্রী ১ম বর্ষ),সংগীত বিষয়ক প্রশিক্ষক পায়েল সিংহ(দ্বাদশ,ব্যবসা শিক্ষা) ও অন্যান্য।