ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় মেধা যাচাইয়ের নম্বরে পরিবর্তন আনা হয়েছে। এবার মেধা স্কোর ১৫০ নম্বরের পরিবর্তে ১২০ নম্বরের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। এতে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর ও এসএসসি ও এইচএসসি ফলাফলের জিপিএ’র উপর ২০ নম্বর রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত) মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এসএসসি/`O’ লেভেল বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত (৪র্থ বিষয়সহ) জিপিএ-কে ২ দিয়ে গুণ এবং এইচএসসি/`A’ লেভেল বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত জিপিএ-কে ২ দিয়ে গুন করে এই দুইয়ের যোগফল ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর থেকে প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে ১২০ নম্বরের উপর মেধা স্কোর নির্ণয় করে তার ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে। `O’ লেভেল এবং `A” লেভেল পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডের পয়েন্ট জিপিএ A=5.00, B=4.00, C=3.50 এবং D=3.00 হিসাব করা হবে।
আগামী ১৯ এপ্রিল ২০২৫ তারিখ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায়, ‘এ’ ইউনিট বিকাল ৩ টায় এবং ২৫ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ৪ টায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা যে কোনো সময় আবেদন করতে পারবে।
উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়— জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়— গুচ্ছ ভর্তি পরীক্ষার ব্যবস্থা থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে বাকি ২১টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেবে।
আরো দেখুন:You cannot copy content of this page