কুমিল্লায় হিন্দু বাড়ীতে বউভাত অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক অসুস্থ

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে বিয়ের বউভাত অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন। উপজেলা সদরের লিটন চন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১ মার্চ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মালেকুল আফতাব।

অসুস্থদের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় হিন্দু বাড়ির লিটন চন্দ্র দাসের ছোট ভাই রিপন চন্দ্র দাসের বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন হিন্দু-মুসলমানসহ পাঁচশতাধিক লোক। তাদের মধ্যে দুপুরে খাবার খেয়ে প্রায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। ওই দিন বিকেল থেকে তারা বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

প্রত্যেকেরই বমি ও পাতলা পায়খানা হচ্ছে। অনেকে বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছেন।

খাবার খেয়ে অসুস্থ আব্দুল জলিলসহ কয়েকজন বলেন, দুপুরে বুড়িচং সদরে বিয়েবাড়িতে বউভাত অনুষ্ঠানের খাবার খান তারা। পরে বাসায় গিয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।

অতিরিক্ত বমি ও পেটে ব্যথা, মাথা ব্যথা করলে তারা হাসপাতালে গিয়ে ভর্তি হন।

বিয়েবাড়ির তিতাস সরকার বলেন, বউভাত অনুষ্ঠানের খাবার অনেক স্বাদ হয়েছে, অতিরিক্ত খাসির মাংস খাওয়ার কারণে তারা অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মালেকুল আফতাব বলেন, খাবারে বিষক্রিয়া ছিল কি না তদন্ত করার জন্য একটি টিম পাঠানো হয়েছে। এই পর্যন্ত অর্ধশতাধিক লোক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিছু অসুস্থ লোক অন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

রোগীদের ভাষ্য মতে বউভাত অনুষ্ঠানের খাবার খওয়ার পর অতিরিক্ত বমি ও পেটে ব্যথা, মাথা ব্যথা, ডায়রিয়া হয়েছে। কিছু লোক হাসপাতালে ভর্তি আছে। আর অন্যরা সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page