
মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তিতে সূচিপাড়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে নোয়াগাঁও ওয়াকওয়ে ইকু পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে।
বিকেলে উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে পিতা কেটে শুভ উদ্বোধন করেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল।
উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠু, আব্দুল আজিজ স্বপন, মোঃ আকতারুজ্জামান, মোঃ আক্তার হোসেন, মোঃ নুরুজ্জামান, মোঃ জামাল হোসেন, মোঃ দিদার হোসেন, মোঃ আবুল কাশেম মিয়াজীসহ অন্যান্য অতিথি বৃন্দ। উদ্বোধনের পর ইকুপার্কের বিভিন্ন স্টল ঘুরে দেখেন সকল শ্রেণী পেশার লোকজন। আয়োজক সূত্রে জানা যায় আমাদের শাহরাস্তির ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থিত ওয়াকওয়ে অত্যন্ত মনোরম ও পরিচ্ছন্ন পরিবেশে এই ইকু পার্ক পরিচালনা করা হবে।
ইকুপার্ক পরিচালক আব্দুল আজিজ স্বপন জানান পরিচ্ছন্ন পরিবেশে ইকুপার্ক পরিচালনা করা হবে। সুন্দর ও মনোরম পরিবেশে পরিচ্ছন্নভাবে ইকুপার্ক পরিচালনার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। এখানে কোন ধরনের বিশৃঙ্খলা ও সামাজিক অবক্ষয় কোন কাজ করা হবে না।
সমাজ আমাদের, আর এই সমাজকে ভালো রাখার দায়িত্ব আমাদের। আমাদের নোয়াগাঁও ওয়াকওয়ে ইকু পার্কে সকল শ্রেণীর প্রেশার মানুষকে ঈদ আনন্দ মেলায় স্বাগতম। আপনারা সবাই ইকু পার্কে আসুন, এ ওয়াকওয়ের সৌন্দর্য উপভোগ করুন।
















