১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকির ঘটনার প্রতিবাদ সমাবেশ বিএনপির ৩১ দফা ও কুমিল্লা উন্নয়ন ভাবনা লিফলেট বিতরণ করলেন হাজী ইয়াছিন কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে নগরীর সকল মসজিদে দোয়া-মিলাদ চৌদ্দগ্রামে মেসার্স মা ব্রিক্স ফের চালু করতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু ভুমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফয়জুন্নেসা হলে ফাটল, খসে পড়েছে আস্তরণ কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড

শাহরাস্তিতে গভীর রাতে ইউপি সদস্যের ঘর থেকে ভিজিএফের ১৬ বস্তা চাল উদ্ধার

  • তারিখ : ০৬:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • 66

মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তির সূচিপাড়া দক্ষিণ ইউপি সদস্য ও যুবলীগ নেতার বসতঘর থেকে ভিজিএফের ১৬ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উক্ত ঘটনায় অভিযুক্ত মো. হুমায়ূন কবিরকে আটক করা হয়েছে। রোববার দিনগত রাত দেড়টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতারের নির্দেশ দেন।

জানা গেছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে বিতরণের জন্যে বরাদ্দকৃত ১৬ বস্তা দুঃস্থদের খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির নিজ ঘরে মজুদ করেন। এলাকায় এ খবর জানাজানি হলে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। তিনি রাতে ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করে মামলা রুজু করার নির্দেশ দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সবুজ জানান, মজুদকৃত চালগুলো জব্দ করে থানায় নেয়া হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা জানান, দুঃস্থদের খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল বিতরণ না করে ঘরে মজুদ রাখার নিয়ম নেই। অভিযুক্ত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

error: Content is protected !!

শাহরাস্তিতে গভীর রাতে ইউপি সদস্যের ঘর থেকে ভিজিএফের ১৬ বস্তা চাল উদ্ধার

তারিখ : ০৬:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তির সূচিপাড়া দক্ষিণ ইউপি সদস্য ও যুবলীগ নেতার বসতঘর থেকে ভিজিএফের ১৬ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উক্ত ঘটনায় অভিযুক্ত মো. হুমায়ূন কবিরকে আটক করা হয়েছে। রোববার দিনগত রাত দেড়টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতারের নির্দেশ দেন।

জানা গেছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে বিতরণের জন্যে বরাদ্দকৃত ১৬ বস্তা দুঃস্থদের খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির নিজ ঘরে মজুদ করেন। এলাকায় এ খবর জানাজানি হলে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। তিনি রাতে ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করে মামলা রুজু করার নির্দেশ দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সবুজ জানান, মজুদকৃত চালগুলো জব্দ করে থানায় নেয়া হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা জানান, দুঃস্থদের খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল বিতরণ না করে ঘরে মজুদ রাখার নিয়ম নেই। অভিযুক্ত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।