বি এম ফয়সাল, কুবি।।
রোটারি ক্লাব অব কুমিল্লা ও রোটারেক্ট ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ,ঔষধি গাছ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ কুমিল্লার সভাপতি রোটারিয়ান অরুণ কান্তি সাহা (পিএইচএফ), সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ জহিরুল আলম চৌধুরী (পিএইচএফ), কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও রোটারেক্ট ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সোহরাব উদ্দিন, রোটারিয়ান ইকবাল আমিন (পিএইচএফ, এমসি, পিপি), রোটারিয়ান অ্যাডভোকেট আব্দুল কাদের তাহের (আরএফএম),রোটারেক্ট ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তানভীর আনজুম সাজন, সাধারণ সম্পাদক আল আমিনসহ বোর্ড অব ডিরেক্টরসের অন্যান্য সদস্যবৃন্দ।
রোটারেক্ট ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তানভীর আনজুম সাজন বলেন, “শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আমরা সামাজিক কর্মকাণ্ডেও সচেষ্ট। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় শহীদ মিনার সংলগ্ন এলাকায় ঔষধি, ফলজ ও চন্দন গাছ রোপণ করেছি। আশাকরি এসব উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে। রোটারি ক্লাব অব কুমিল্লাকে আন্তরিক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য।”
রোটারি ক্লাব অফ কুমিল্লার সভাপতি অরুন কান্তি সাহা বলেন,”রোটারি ক্লাব অফ কুমিল্লা এবং রোটারেক্ট ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। আমরা আশাবাদী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তকে সবুজায়নের মাধ্যমে একটি ছায়াঘেরা, বাসযোগ্য পরিবেশে রূপান্তর করতে পারব। আজকের কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের পাশাপাশি ৫টি চন্দন গাছও রোপণ করা হয়েছে। আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
রোটারেক্ট ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সোহরাব উদ্দিন বলেন,“আমি সবসময় পরিবেশ সচেতন থাকার পরামর্শ দিই এবং আমার শিক্ষার্থীদের বলি, অন্তত শিক্ষাজীবনের পাঁচ বছরে একটি করে হলেও গাছ লাগাও। কারণ একটি গাছ মানে শুধু সবুজ নয়, এটি ভবিষ্যতের জন্য একটি নিরাপদ পৃথিবীর প্রতীক। কুমিল্লা রোটারি ক্লাবকে ধন্যবাদ জানাই আমাদেরকে বৃক্ষ উপহার দেওয়ার জন্য। এই উদ্যোগের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেমন শীতল হবে, তেমনি ধীরে ধীরে এটি একটি সবুজ বৃক্ষ অভয়ারণ্যে রূপ নেবে।”
আরো দেখুন:You cannot copy content of this page