
স্টাফ রিপোর্টার।।
ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব কেবলা শায়খ আল্লামা শাহ্ মোহাম্মদ নাদিমুর রশিদ আল-ক্বাদেরী (মা.জি.আ.) বহির্বিশ্বে ইসলামের সুমহান বার্তা ও দ্বীনের খেদমত প্রচারের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় অস্ট্রেলিয়ায় পৌঁছেন। এর আগে ঢাকা হযরত শাহজালাল রহ. বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি বুধবার দিবাগত রাত ১২টায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হন।
দ্বীনের খেদমত প্রচারের এই সফরের অংশ হিসেবে রাজাপুরা পীর সাহেব অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। তিনি ফিজি দ্বীপে ইতোমধ্যে প্রতিষ্ঠিত মাদরাসা ও মসজিদ কমপ্লেক্স পরিদর্শন করবেন।
এই সফর প্রসঙ্গে রাজাপুরা পীর সাহেব বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য অস্ট্রেলিয়া ও অন্যান্য রাষ্ট্রে বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমে দ্বীনের খেদমত ও ইসলামের প্রচার প্রসারে রাজাপুরা দরবারের একজন খাদেম হিসেবে মহৎ এই কাজটি করে যাচ্ছি। এই সফর রাজাপুরা দরবার শরীফের দ্বীনি খেদমতের ধারাবাহিকতার একটি অংশ।
তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় অসংখ্য মসজিদ, মাদরাসা, এতিমখানা ও খানকাহ প্রতিষ্ঠার পাশাপাশি বহির্বিশ্বেও ত্বরীকতের খেদমত ও সুন্নীয়াতের প্রচার-প্রসারে ভূমিকা রাখছে রাজাপুরা দরবার শরীফ।
রাজাপুরা পীর সাহেব বলেন, এই দরবারের অরাজনৈতিক ও আত্মশুদ্ধিমুলক মানবিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ ও হোসাইনীয়া যুব কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই মানুষকে ইসলামের মূলধারায় বিশ্বাসী করার লক্ষ্যে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। বিদেশেও এই সংগঠনের শাখা রয়েছে