০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ শিশুদের নিয়ে কুবি রোটারেক্ট ক্লাবের ‘পুষ্পায়ন’ কর্মসূচি কুমিল্লায় বই মেলায় অষ্টম দিনে কবিতা, আবৃত্তি ও সংগীতে প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজন কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন খালেদা জিয়ার জন্য কালিরবাজারে দোয়া ও পথ সভা; ধানের শীষ নিয়েই নির্বাচন করব- হাজী ইয়াছিন ১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জার্নালিষ্ট গ্লাডিয়েটরসের জয়

দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াই শেষে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বুড়িচংয়ের কবির হোসেন

  • তারিখ : ০৫:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • 250

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বাকশিমুল গ্রামের কবির হোসেন এক মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

গত ৬ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৬ এর বিচারক আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ এ রায় দেন।

রায়ে আদালত উল্লেখ করেন, ২০২০ সালের জিআর ১০৪৭/২০ নং মামলায় মো. কবির হোসেনকে আসামি করা হয়েছিল। মামলাটিতে ২০২১ সালের ৯ ডিসেম্বর অভিযোগ গঠন করা হলেও রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী আদালতে হাজির করতে পারেনি।

অভিযোগ গঠনের পর থেকে মোট ১৩ বার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও কোনো সাক্ষী হাজির না হওয়ায় মামলাটির অগ্রগতি সম্ভব হয়নি।

আদালত রায়ে বলেন, ফৌজদারী কার্যবিধির ৩৩৯(গ)(১) ধারা অনুযায়ী মামলার বিচারিক সময়সীমা ১৮০ কার্যদিবস। তাছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্মারক নং ১৭০৫৪(১৬) (তারিখ: ৩০/৮/২০১৫) অনুযায়ী তিন বছরের অধিক পুরোনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ রয়েছে।

দীর্ঘসূত্রতা ও সাক্ষ্যগ্রহণে ব্যর্থতার প্রেক্ষিতে আদালত মনে করেন, মামলার অগ্রগতির কোনো সম্ভাবনা নেই। তাই ন্যায়বিচারের স্বার্থে মামলাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং আসামি কবির হোসেনকে অব্যাহতি প্রদান করা হয়।

রায়ে আরও বলা হয়, আসামির নামে পূর্বে জারি করা কোনো প্রসেস থাকলে তা রিকল করার নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে কবির হোসেন বলেন, “আমাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি এই মামলা সাজিয়েছিল। দেরিতে হলেও বিজ্ঞ আদালতের মাধ্যমে আমি ন্যায়বিচার পেয়েছি।”

error: Content is protected !!

দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াই শেষে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বুড়িচংয়ের কবির হোসেন

তারিখ : ০৫:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বাকশিমুল গ্রামের কবির হোসেন এক মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

গত ৬ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৬ এর বিচারক আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ এ রায় দেন।

রায়ে আদালত উল্লেখ করেন, ২০২০ সালের জিআর ১০৪৭/২০ নং মামলায় মো. কবির হোসেনকে আসামি করা হয়েছিল। মামলাটিতে ২০২১ সালের ৯ ডিসেম্বর অভিযোগ গঠন করা হলেও রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী আদালতে হাজির করতে পারেনি।

অভিযোগ গঠনের পর থেকে মোট ১৩ বার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও কোনো সাক্ষী হাজির না হওয়ায় মামলাটির অগ্রগতি সম্ভব হয়নি।

আদালত রায়ে বলেন, ফৌজদারী কার্যবিধির ৩৩৯(গ)(১) ধারা অনুযায়ী মামলার বিচারিক সময়সীমা ১৮০ কার্যদিবস। তাছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্মারক নং ১৭০৫৪(১৬) (তারিখ: ৩০/৮/২০১৫) অনুযায়ী তিন বছরের অধিক পুরোনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ রয়েছে।

দীর্ঘসূত্রতা ও সাক্ষ্যগ্রহণে ব্যর্থতার প্রেক্ষিতে আদালত মনে করেন, মামলার অগ্রগতির কোনো সম্ভাবনা নেই। তাই ন্যায়বিচারের স্বার্থে মামলাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং আসামি কবির হোসেনকে অব্যাহতি প্রদান করা হয়।

রায়ে আরও বলা হয়, আসামির নামে পূর্বে জারি করা কোনো প্রসেস থাকলে তা রিকল করার নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে কবির হোসেন বলেন, “আমাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি এই মামলা সাজিয়েছিল। দেরিতে হলেও বিজ্ঞ আদালতের মাধ্যমে আমি ন্যায়বিচার পেয়েছি।”