০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে ৪৫০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার কুমিল্লার দেবিদ্বারে ৭১ পিস মেশিন গানের গুলি উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাহসিকতার স্বীকৃতি: পিপিএম পদকে ভূষিত হলেন কুমিল্লার এসআই খাজু মিয়া ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় বুড়িচংয়ে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত প্রতিরোধে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবিদ্বারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুমিল্লার লালমাই মাদককে না বলে শিক্ষার্থীদের শপথ চাকসু নির্বাচনে এজিএস পদে প্রার্থী বুড়িচংয়ের ফয়সাল -শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলের সাথে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

বুড়িচংয়ে নিষিদ্ধ পিরানহা বিক্রিতে জরিমানা; ৫০ কেজি মাছ এতিমখানায় বিতরণ

  • তারিখ : ০৬:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 82

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় নিষিদ্ধ ঘোষিত রাক্ষসু পিরানহা মাছ বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৫০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।

অভিযানে সহযোগিতা করেন বুড়িচং উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইদুল ইসলামসহ পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে বাজারের একটি মাছের দোকান থেকে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত মাছ বিক্রেতা রাসেল এর বিরুদ্ধে মৎস্য আইনের আওতায় ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করে।

পরে জব্দকৃত প্রায় ৫০ কেজি মাছ কংশনগর বাজার সংলগ্ন একটি এতিমখানায় বিতরণ করা হয়।

মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী বলেন, “পিরানহা একটি আগ্রাসী ও ক্ষতিকর বিদেশি মাছ। এটি দেশীয় মাছ ধ্বংস করে জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। সরকার এই মাছের উৎপাদন, চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। বাজারে যেন কেউ এ মাছ বিক্রি না করে, সে বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।”

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বলেন, “সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেউ যদি পিরানহা বিক্রি করে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।”

error: Content is protected !!

বুড়িচংয়ে নিষিদ্ধ পিরানহা বিক্রিতে জরিমানা; ৫০ কেজি মাছ এতিমখানায় বিতরণ

তারিখ : ০৬:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় নিষিদ্ধ ঘোষিত রাক্ষসু পিরানহা মাছ বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৫০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।

অভিযানে সহযোগিতা করেন বুড়িচং উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইদুল ইসলামসহ পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে বাজারের একটি মাছের দোকান থেকে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত মাছ বিক্রেতা রাসেল এর বিরুদ্ধে মৎস্য আইনের আওতায় ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করে।

পরে জব্দকৃত প্রায় ৫০ কেজি মাছ কংশনগর বাজার সংলগ্ন একটি এতিমখানায় বিতরণ করা হয়।

মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী বলেন, “পিরানহা একটি আগ্রাসী ও ক্ষতিকর বিদেশি মাছ। এটি দেশীয় মাছ ধ্বংস করে জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। সরকার এই মাছের উৎপাদন, চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। বাজারে যেন কেউ এ মাছ বিক্রি না করে, সে বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।”

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বলেন, “সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেউ যদি পিরানহা বিক্রি করে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।”