০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ শিশুদের নিয়ে কুবি রোটারেক্ট ক্লাবের ‘পুষ্পায়ন’ কর্মসূচি কুমিল্লায় বই মেলায় অষ্টম দিনে কবিতা, আবৃত্তি ও সংগীতে প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজন কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন খালেদা জিয়ার জন্য কালিরবাজারে দোয়া ও পথ সভা; ধানের শীষ নিয়েই নির্বাচন করব- হাজী ইয়াছিন ১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জার্নালিষ্ট গ্লাডিয়েটরসের জয়

বুড়িচংয়ে নিষিদ্ধ পিরানহা বিক্রিতে জরিমানা; ৫০ কেজি মাছ এতিমখানায় বিতরণ

  • তারিখ : ০৬:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 155

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় নিষিদ্ধ ঘোষিত রাক্ষসু পিরানহা মাছ বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৫০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।

অভিযানে সহযোগিতা করেন বুড়িচং উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইদুল ইসলামসহ পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে বাজারের একটি মাছের দোকান থেকে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত মাছ বিক্রেতা রাসেল এর বিরুদ্ধে মৎস্য আইনের আওতায় ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করে।

পরে জব্দকৃত প্রায় ৫০ কেজি মাছ কংশনগর বাজার সংলগ্ন একটি এতিমখানায় বিতরণ করা হয়।

মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী বলেন, “পিরানহা একটি আগ্রাসী ও ক্ষতিকর বিদেশি মাছ। এটি দেশীয় মাছ ধ্বংস করে জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। সরকার এই মাছের উৎপাদন, চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। বাজারে যেন কেউ এ মাছ বিক্রি না করে, সে বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।”

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বলেন, “সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেউ যদি পিরানহা বিক্রি করে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।”

error: Content is protected !!

বুড়িচংয়ে নিষিদ্ধ পিরানহা বিক্রিতে জরিমানা; ৫০ কেজি মাছ এতিমখানায় বিতরণ

তারিখ : ০৬:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় নিষিদ্ধ ঘোষিত রাক্ষসু পিরানহা মাছ বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৫০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।

অভিযানে সহযোগিতা করেন বুড়িচং উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইদুল ইসলামসহ পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে বাজারের একটি মাছের দোকান থেকে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত মাছ বিক্রেতা রাসেল এর বিরুদ্ধে মৎস্য আইনের আওতায় ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করে।

পরে জব্দকৃত প্রায় ৫০ কেজি মাছ কংশনগর বাজার সংলগ্ন একটি এতিমখানায় বিতরণ করা হয়।

মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী বলেন, “পিরানহা একটি আগ্রাসী ও ক্ষতিকর বিদেশি মাছ। এটি দেশীয় মাছ ধ্বংস করে জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। সরকার এই মাছের উৎপাদন, চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। বাজারে যেন কেউ এ মাছ বিক্রি না করে, সে বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।”

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বলেন, “সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেউ যদি পিরানহা বিক্রি করে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।”