
মোঃ জহিরুল হক বাবু।।
মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ডে মাসব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, কলেজ উপপরিদর্শক শাহাবুদ্দিন, উপ কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শফিকুর রহমান, বিদ্যালয় উপ-পরিদর্শক মোঃ জাহিদুল হক।
শিক্ষাবোর্ডের কর্মচারী সমিতির সভাপতি মোঃ আবদুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষাবোর্ডের কর্মকর্তারা বেলুন উড়িয়ে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। পরে প্রীতি ভলিবল খেলার মধ্য দিয়ে মাসব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হয়।