০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ কুমিল্লার মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় স্কুল শেষে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অনিয়মের অভিযোগ: দুই উপনির্বাচনের গেজেট প্রকাশ স্থগিত

  • তারিখ : ০৬:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • 9

নিউজ ডেস্ক।।
অনিয়মের অভিযোগে সদ্যসমাপ্ত লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।

এর আগে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বিকালে সিইসির কক্ষে সচিবসহ কমিশনাররা অনানুষ্ঠানিক বৈঠক করেন।

সিইসির কক্ষ থেকে বেরিয়ে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ফলাফল গেজেট প্রকাশ স্থগিত রেখে অনিয়মের তদন্তের নির্দেশ দিয়েছ ইসি।

তিনি বলেন, অবশ্যই গেজেট প্রজ্ঞাপন প্রকাশ স্থগিত রেখেই তদন্ত কাজ চলবে। তদন্তের রিপোর্ট পেয়ে এ বিষয়ে (গেজেট) সিদ্ধান্ত হবে।

আরপিও নতুন সংশোধনী অনুযায়ী (৯১এএ) স্পষ্ট বলা রয়েছে, রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণার পরেও যদি কোনও ব্যক্তি সংক্ষুব্ধ হন অথবা যৌক্তিক তথ্য-উপাত্ত ইসির নজরে আসে; তাহলে ইনি ওই আসনের গেজেট প্রজ্ঞাপন স্থগিত রেখে অভিযোগটি আমলে নিতে পারেন।

দুটি আসনের ফল গেজেট প্রকাশ বিষয়ে যথাযথ তদন্তের পর যে প্রতিবেদন পাওয়া যাবে তার আলোকে পরবর্তীতে ইসি সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

ইসি সচিব জানান, গণমাধ্যমে লক্ষ্মীপুরের একটি ও ব্রাহ্মণবাড়িয়ার একটি কেন্দ্রে তথ্য-উপাত্ত পাওয়া গেছে। সেটা ইসি বিশ্লেষণ করেছে। এটার সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছে ইসি। সরেজমিন তদন্তের পর প্রতিবেদন দেবে, তারপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) সংসদীয় আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান আলম নৌকা প্রতীকে ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। কয়েকটি কেন্দ্রে নৌকা প্রতীকে ‘ওপেন ভোট নেওয়ার পাশাপাশি জাল ভোট দেওয়ার’ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা।

এদিকে লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে গোলাম ফারুক পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গলের রাকিব হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৪৬ ভোট। গোলাপ ফুল নিয়ে ভোট সামছুল করিম খোকন পেয়েছেন ২ হাজার ১২৬ ভোট

লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে চার প্রার্থীর মধ্যে দুইজন ভোট বর্জন করেন। তাদের মধ্যে জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন রবিবার দুপুর দেড়টার দিকে ও জাকের পার্টির শামছুল করিম খোকন বেলা ২টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এসে ভোট বর্জনের ঘোষণা দেন।

ভোট শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে গেজেট প্রকাশ করে থাকে ইসি।

error: Content is protected !!

অনিয়মের অভিযোগ: দুই উপনির্বাচনের গেজেট প্রকাশ স্থগিত

তারিখ : ০৬:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

নিউজ ডেস্ক।।
অনিয়মের অভিযোগে সদ্যসমাপ্ত লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।

এর আগে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বিকালে সিইসির কক্ষে সচিবসহ কমিশনাররা অনানুষ্ঠানিক বৈঠক করেন।

সিইসির কক্ষ থেকে বেরিয়ে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ফলাফল গেজেট প্রকাশ স্থগিত রেখে অনিয়মের তদন্তের নির্দেশ দিয়েছ ইসি।

তিনি বলেন, অবশ্যই গেজেট প্রজ্ঞাপন প্রকাশ স্থগিত রেখেই তদন্ত কাজ চলবে। তদন্তের রিপোর্ট পেয়ে এ বিষয়ে (গেজেট) সিদ্ধান্ত হবে।

আরপিও নতুন সংশোধনী অনুযায়ী (৯১এএ) স্পষ্ট বলা রয়েছে, রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণার পরেও যদি কোনও ব্যক্তি সংক্ষুব্ধ হন অথবা যৌক্তিক তথ্য-উপাত্ত ইসির নজরে আসে; তাহলে ইনি ওই আসনের গেজেট প্রজ্ঞাপন স্থগিত রেখে অভিযোগটি আমলে নিতে পারেন।

দুটি আসনের ফল গেজেট প্রকাশ বিষয়ে যথাযথ তদন্তের পর যে প্রতিবেদন পাওয়া যাবে তার আলোকে পরবর্তীতে ইসি সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

ইসি সচিব জানান, গণমাধ্যমে লক্ষ্মীপুরের একটি ও ব্রাহ্মণবাড়িয়ার একটি কেন্দ্রে তথ্য-উপাত্ত পাওয়া গেছে। সেটা ইসি বিশ্লেষণ করেছে। এটার সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছে ইসি। সরেজমিন তদন্তের পর প্রতিবেদন দেবে, তারপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) সংসদীয় আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান আলম নৌকা প্রতীকে ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। কয়েকটি কেন্দ্রে নৌকা প্রতীকে ‘ওপেন ভোট নেওয়ার পাশাপাশি জাল ভোট দেওয়ার’ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা।

এদিকে লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে গোলাম ফারুক পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গলের রাকিব হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৪৬ ভোট। গোলাপ ফুল নিয়ে ভোট সামছুল করিম খোকন পেয়েছেন ২ হাজার ১২৬ ভোট

লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে চার প্রার্থীর মধ্যে দুইজন ভোট বর্জন করেন। তাদের মধ্যে জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন রবিবার দুপুর দেড়টার দিকে ও জাকের পার্টির শামছুল করিম খোকন বেলা ২টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এসে ভোট বর্জনের ঘোষণা দেন।

ভোট শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে গেজেট প্রকাশ করে থাকে ইসি।