০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষক সিন্ডিকেটের অপতৎপরতায় ফের অস্থিরতায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সাথে কুবির শিক্ষক–শিক্ষার্থী বিনিময় চুক্তি, নেই টিউশন ফি বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই -হাজী ইয়াছিন বুড়িচংয়ে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ; আটক ২ কুবির দত্ত হলে প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সংবাদ প্রকাশে নির্ভীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগ শিশুদের নিয়ে কুবি রোটারেক্ট ক্লাবের ‘পুষ্পায়ন’ কর্মসূচি

কুমিল্লায় গোমতী নদী থেকে বালু উত্তোলন; প্রকৌশলীর কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা

  • তারিখ : ১১:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 416

জহিরুল হক বাবু।।
কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর ওপর নির্মাণাধীন সেতুতে ব্যবহারের অভিযোগে ‘হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং’ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এক প্রকৌশলীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান।

সাজাপ্রাপ্ত প্রকৌশলীর নাম ওহিদুল ইসলাম। তিনি গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান বলেন, “গোমতী নদীর গোলাবাড়ি পয়েন্টে এলজিইডির নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণের ফাঁকে নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে। এটি সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং নদী ও সেতুর জন্য অত্যন্ত ক্ষতিকর।”

তিনি আরও বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা অর্থদণ্ড এবং সাইট ইঞ্জিনিয়ারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটিও অপসারণ করা হয়েছে।”

অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

error: Content is protected !!

কুমিল্লায় গোমতী নদী থেকে বালু উত্তোলন; প্রকৌশলীর কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা

তারিখ : ১১:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর ওপর নির্মাণাধীন সেতুতে ব্যবহারের অভিযোগে ‘হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং’ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এক প্রকৌশলীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান।

সাজাপ্রাপ্ত প্রকৌশলীর নাম ওহিদুল ইসলাম। তিনি গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান বলেন, “গোমতী নদীর গোলাবাড়ি পয়েন্টে এলজিইডির নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণের ফাঁকে নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে। এটি সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং নদী ও সেতুর জন্য অত্যন্ত ক্ষতিকর।”

তিনি আরও বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা অর্থদণ্ড এবং সাইট ইঞ্জিনিয়ারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটিও অপসারণ করা হয়েছে।”

অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।