কুমিল্লায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল কলেজছাত্রের

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফসার উদ্দিন রানা (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টায় দেবিদ্বার সরকার বাড়ির পার্শ্ববর্তী মাঠে খেলা শেষে বিদ্যুতের তার গোছাতে গিয়ে‌ দুর্ঘটনার শিকার হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রানার বাড়ি মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামে। সে কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, ব্যাডমিন্টন খেলার জন্য শুক্রবার মাঠ প্রস্তুত করেছিল রানা। লাইটিংয়ের জন্য পাশের বাড়ির সুইচবোর্ড থেকে বিদ্যুৎ এনে সন্ধ্যা থেকে খেলা শুরু করে। রাত ১১টায় খেলা শেষে লাইটিং তার গোছানোর সময় একটি লিকেজে হাত লে‌গে বিদ্যুৎস্পৃষ্ট হয় রানা।

রানার মা রোজিনা আক্তার ব‌লেন, ১১ বছর আগে বিদেশে আমার স্বামী মারা যায়। তারপর সন্তানদের লেখাপড়ার কথা চিন্তা করে আমি দেবিদ্বারে চলে আসি। গতকাল সন্ধ্যায় খেলতে যাবে বলে বাসা থেকে বের হয়। রাত ১১টায় আমার কাছে খবর আসে আমার ছেলে আর নাই।

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ খালিদ সাইফুল্লাহ জানান, বিষয়টি শুনেছি, তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page