০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় রাতে শিক্ষার্থীদের আড্ডা-ঘোরাফেরা বন্ধে ছদ্মবেশে ইউএনও’র অভিযান কুমিল্লায় খাবার হোটেলে মাদক বিক্রি; সেনা অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দাউদকান্দিতে সদ্যযোগদানকৃত ইউএনও’র সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় কুমিল্লার রহমত আলী মৎস্য খাতে পেলেন জাতীয় স্বর্ণপদক কুমিল্লায় প্রেমিক যুগলের অন্তরঙ্গ ভিডিও ধারণ, দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা বুড়িচংয়ে গাভী পালন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন বুড়িচংয়ে বাজারের জায়গার দখল দিতে ৩ জনকে কুপিয়ে আহত কুমিল্লার হোমনায় পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার কুমিল্লায় নদীপথে চাঁদাবাজি, নৌপুলিশের অভিযানে গ্রেপ্তার ১

কুমিল্লায় রাতে শিক্ষার্থীদের আড্ডা-ঘোরাফেরা বন্ধে ছদ্মবেশে ইউএনও’র অভিযান

  • তারিখ : ১১:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 624

জহিরুল হক বাবু।।

কুমিল্লার চৌদ্দগ্রামে রাতের বেলায় শিক্ষার্থী ও উঠতি বয়সের যুবকদের আড্ডা-ঘোরাফেরা নিয়ন্ত্রণে ছদ্মবেশে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জামাল হোসন।

সোমবার (১৮ আগস্ট) রাত ৮.৩০ থেকে ১০টা পর্যন্ত বাজার ও আশেপাশের এলাকা পরিদর্শনের সময় দেখা গেছে, শিক্ষার্থীরা পড়াশোনার পরিবর্তে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছে, দোকানে বা খোলা জায়গায় আড্ডা দিচ্ছে এবং ধুমপান করছে। এছাড়া, কিছু শিক্ষার্থী অছাত্রদের সঙ্গেও মেলামেশা করছে, যারা স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ইউএনও শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, রাত ৮টার পর অহেতুক ঘোরাফেরা ও আড্ডা শিক্ষার জন্য ক্ষতিকর এবং বিপজ্জনক। দীর্ঘ সময় আড্ডা দেওয়ার ফলে পড়াশোনায় মনোযোগ কমে, সময় ব্যবস্থাপনায় ব্যর্থতা দেখা দেয়, এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জড়িত হওয়ার সম্ভাবনা থাকে। তিনি আরও জানান, এই ধরনের আচরণ ভবিষ্যতে আইনগত পদক্ষেপের বিষয় হবে।

মোঃ জামাল হোসন জানান, এই অভিযান প্রথমবারের মতো ছদ্মবেশে পরিচালনা করা হয়েছে। তবে পরবর্তীতে পরিচয় প্রকাশ করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান, সন্তানদের সন্ধ্যার পর পড়ার টেবিলে বসা নিশ্চিত করুন এবং কার সঙ্গে তারা মেলামেশা করছে, সেই বিষয়ে আরও সংবেদনশীল ও সতর্ক থাকুন।

ইউএনও বলেন, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর লক্ষ্য শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে শিক্ষার সুযোগ নিশ্চিত করা, যাতে তারা পড়াশোনার প্রতি মনোযোগী হয় এবং ভুল সময়ে ভুল পরিবেশে জড়িত হওয়ার ঝুঁকি এড়াতে পারে।

উপজেলা প্রশাসন এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাতের বেলায় শিক্ষার্থীদের ও যুবকদের মধ্যে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, যাতে তারা সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

কুমিল্লায় রাতে শিক্ষার্থীদের আড্ডা-ঘোরাফেরা বন্ধে ছদ্মবেশে ইউএনও’র অভিযান

তারিখ : ১১:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু।।

কুমিল্লার চৌদ্দগ্রামে রাতের বেলায় শিক্ষার্থী ও উঠতি বয়সের যুবকদের আড্ডা-ঘোরাফেরা নিয়ন্ত্রণে ছদ্মবেশে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জামাল হোসন।

সোমবার (১৮ আগস্ট) রাত ৮.৩০ থেকে ১০টা পর্যন্ত বাজার ও আশেপাশের এলাকা পরিদর্শনের সময় দেখা গেছে, শিক্ষার্থীরা পড়াশোনার পরিবর্তে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছে, দোকানে বা খোলা জায়গায় আড্ডা দিচ্ছে এবং ধুমপান করছে। এছাড়া, কিছু শিক্ষার্থী অছাত্রদের সঙ্গেও মেলামেশা করছে, যারা স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ইউএনও শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, রাত ৮টার পর অহেতুক ঘোরাফেরা ও আড্ডা শিক্ষার জন্য ক্ষতিকর এবং বিপজ্জনক। দীর্ঘ সময় আড্ডা দেওয়ার ফলে পড়াশোনায় মনোযোগ কমে, সময় ব্যবস্থাপনায় ব্যর্থতা দেখা দেয়, এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জড়িত হওয়ার সম্ভাবনা থাকে। তিনি আরও জানান, এই ধরনের আচরণ ভবিষ্যতে আইনগত পদক্ষেপের বিষয় হবে।

মোঃ জামাল হোসন জানান, এই অভিযান প্রথমবারের মতো ছদ্মবেশে পরিচালনা করা হয়েছে। তবে পরবর্তীতে পরিচয় প্রকাশ করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান, সন্তানদের সন্ধ্যার পর পড়ার টেবিলে বসা নিশ্চিত করুন এবং কার সঙ্গে তারা মেলামেশা করছে, সেই বিষয়ে আরও সংবেদনশীল ও সতর্ক থাকুন।

ইউএনও বলেন, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর লক্ষ্য শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে শিক্ষার সুযোগ নিশ্চিত করা, যাতে তারা পড়াশোনার প্রতি মনোযোগী হয় এবং ভুল সময়ে ভুল পরিবেশে জড়িত হওয়ার ঝুঁকি এড়াতে পারে।

উপজেলা প্রশাসন এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাতের বেলায় শিক্ষার্থীদের ও যুবকদের মধ্যে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, যাতে তারা সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।