০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা কুমিল্লা- ৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল বুড়িচংয়ে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন আটক কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’

কুমিল্লায় হিন্দু বাড়ীতে বউভাত অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক অসুস্থ

  • তারিখ : ০৩:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • 46

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে বিয়ের বউভাত অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন। উপজেলা সদরের লিটন চন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১ মার্চ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মালেকুল আফতাব।

অসুস্থদের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় হিন্দু বাড়ির লিটন চন্দ্র দাসের ছোট ভাই রিপন চন্দ্র দাসের বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন হিন্দু-মুসলমানসহ পাঁচশতাধিক লোক। তাদের মধ্যে দুপুরে খাবার খেয়ে প্রায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। ওই দিন বিকেল থেকে তারা বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

প্রত্যেকেরই বমি ও পাতলা পায়খানা হচ্ছে। অনেকে বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছেন।

খাবার খেয়ে অসুস্থ আব্দুল জলিলসহ কয়েকজন বলেন, দুপুরে বুড়িচং সদরে বিয়েবাড়িতে বউভাত অনুষ্ঠানের খাবার খান তারা। পরে বাসায় গিয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।

অতিরিক্ত বমি ও পেটে ব্যথা, মাথা ব্যথা করলে তারা হাসপাতালে গিয়ে ভর্তি হন।

বিয়েবাড়ির তিতাস সরকার বলেন, বউভাত অনুষ্ঠানের খাবার অনেক স্বাদ হয়েছে, অতিরিক্ত খাসির মাংস খাওয়ার কারণে তারা অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মালেকুল আফতাব বলেন, খাবারে বিষক্রিয়া ছিল কি না তদন্ত করার জন্য একটি টিম পাঠানো হয়েছে। এই পর্যন্ত অর্ধশতাধিক লোক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিছু অসুস্থ লোক অন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

রোগীদের ভাষ্য মতে বউভাত অনুষ্ঠানের খাবার খওয়ার পর অতিরিক্ত বমি ও পেটে ব্যথা, মাথা ব্যথা, ডায়রিয়া হয়েছে। কিছু লোক হাসপাতালে ভর্তি আছে। আর অন্যরা সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

error: Content is protected !!

কুমিল্লায় হিন্দু বাড়ীতে বউভাত অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক অসুস্থ

তারিখ : ০৩:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে বিয়ের বউভাত অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন। উপজেলা সদরের লিটন চন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১ মার্চ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মালেকুল আফতাব।

অসুস্থদের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় হিন্দু বাড়ির লিটন চন্দ্র দাসের ছোট ভাই রিপন চন্দ্র দাসের বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন হিন্দু-মুসলমানসহ পাঁচশতাধিক লোক। তাদের মধ্যে দুপুরে খাবার খেয়ে প্রায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। ওই দিন বিকেল থেকে তারা বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

প্রত্যেকেরই বমি ও পাতলা পায়খানা হচ্ছে। অনেকে বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছেন।

খাবার খেয়ে অসুস্থ আব্দুল জলিলসহ কয়েকজন বলেন, দুপুরে বুড়িচং সদরে বিয়েবাড়িতে বউভাত অনুষ্ঠানের খাবার খান তারা। পরে বাসায় গিয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।

অতিরিক্ত বমি ও পেটে ব্যথা, মাথা ব্যথা করলে তারা হাসপাতালে গিয়ে ভর্তি হন।

বিয়েবাড়ির তিতাস সরকার বলেন, বউভাত অনুষ্ঠানের খাবার অনেক স্বাদ হয়েছে, অতিরিক্ত খাসির মাংস খাওয়ার কারণে তারা অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মালেকুল আফতাব বলেন, খাবারে বিষক্রিয়া ছিল কি না তদন্ত করার জন্য একটি টিম পাঠানো হয়েছে। এই পর্যন্ত অর্ধশতাধিক লোক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিছু অসুস্থ লোক অন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

রোগীদের ভাষ্য মতে বউভাত অনুষ্ঠানের খাবার খওয়ার পর অতিরিক্ত বমি ও পেটে ব্যথা, মাথা ব্যথা, ডায়রিয়া হয়েছে। কিছু লোক হাসপাতালে ভর্তি আছে। আর অন্যরা সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।