কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী নামে এক গাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজারস্থ ষ্টিল ফ্যাক্টরীর পাশে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী পাশ^বর্তী মাড্ডা গ্রামের আবদুল আলীর ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন নোয়াবাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম খোকন ও নিহতের একই গ্রামের বাসিন্দা সৌদিআরব প্রবাসী মোঃ আরিফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াবাজারের গাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রয়োজনীয় কাজ শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। কিছুক্ষণ পরই মহাসড়কের স্টিল ফ্যাক্টরীর পাশে দ্রুতগামী একটি গাড়ি তার সাইকেলকে ধাক্কা দেয়।

এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহন। স্থানীয় লোকজন আহত মোহাম্মদ আলীকে উদ্ধার শেষে পাশ^বর্তী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে থানার এস আই সাইদুল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি’।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page