কুমিল্লার মুরাদনগরে বঙ্গবন্ধু টুর্ণামেন্ট গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত

মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ।

রোববার বিকালে উপজেলার আমিননগর যুব সমাজের উদ্যোগে আমিননগর হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
এতে মুরাদনগর উপজেলার সাহেবনগর একাদশ ও বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ একাদশ অংশগ্রহণ করে।

খেলায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, তরুণ প্রজন্ম ও যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে তাদের খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে। এছাড়াও খেলাধুলা একজন মানুষের শারীরিক ও মানসিক প্রশান্তি জোগায়। শরীরচর্চা বা ক্রীড়া জ্ঞানচর্চার অবিচ্ছেদ্য অংশ। খেলাধুলা মনের দরজা জানালা খুলে দেয়।

রামচন্দ্রপুর আর কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুন নাহার সরকারের সভাপতিত্বে এতে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক (রিয়াজ)।

বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইসমাইল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ সরকার, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাশেম হাসু, সাবেক মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর-রশিদ, সাবেক মুরাদনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।

খেলায় মুরাদনগর উপজেলার সাহেবনগর একাদশ ১-২ গোলে জয়লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ফ্রিজ ও রানার্সআপ দলের হাতে এলইডি টিভিসহ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page