০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দাউদকান্দিতে এনসিপির পক্ষ থেকে পূজামণ্ডপ পরিদর্শন মুক্তি পেলো কুমিল্লার জনপ্রিয় কণ্ঠশিল্পী আলো সাহা আল্পনার মিউজিক ভিডিও ‘মন তবু তোমাকে চায়’ কুমিল্লায় র‌্যাব-১১ এর অভিযানে ৩৩০ বোতল স্কাফসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার একটি মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে- এটা বিশ্বাস করলে ঈমান থাকবেনা: ড. মারুফ হোসেন সুইস রাষ্ট্রদূতের পরিদর্শনে ফোর এ ইয়ান ডাইয়িং বাংলাদেশের তৈরী পোশাক শিল্প টেকসই উন্নয়নের পথে ২৫ ডিসেম্বর চৌদ্দগ্রাম কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হবে দুর্ঘটনাকে হত্যা বলে মিথ্যা মামলার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল‎‎ শারদীয় দুর্গাপূজায় কুমিল্লার ৭৯৭ মণ্ডপে ৫০৯৬ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন জান্নাতের টিকেট বিক্রিকারীরা ধর্ম ব্যবসায়ী, দেশে চেতনার ব্যবসা চলবে না: কুমিল্লায় সালাহউদ্দিন সাবেক রেলমন্ত্রীর কুখ্যাত শুটার সোহেল যৌথ বাহিনীর হাতে গ্রেফতার

‎জুলাই সনদ ও পিআর পদ্ধতি ছাড়া দেশে নির্বাচন হবে না -ড. মোবারক হোসাইন

  • তারিখ : ১১:২৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 72

‎মো. বাছির উদ্দিন।।
জুলাই সনদ ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

তিনি বলেন, তরুণ প্রজন্ম জুলাই আন্দোলনে যে রক্ত দিয়েছে, তার ন্যায্য বিচার না করে নতুন সরকার গঠন করা হলে সেই বিচার কখনোই সম্পূর্ণ হবে না। তিনি আরও দাবি করেন, আগামীর নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হতে হবে, স্বৈরাচারদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং আহত তরুণদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিএনজি স্ট্যান্ড এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ভূইঁয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকীসহ স্থানীয় ও জেলা পর্যায়ের জামায়াত ও সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন আয়োজনের জোর দাবি জানান এবং তরুণদের ত্যাগের ন্যায্য প্রতিদান নিশ্চিত করার আহ্বান জানান।

error: Content is protected !!

‎জুলাই সনদ ও পিআর পদ্ধতি ছাড়া দেশে নির্বাচন হবে না -ড. মোবারক হোসাইন

তারিখ : ১১:২৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

‎মো. বাছির উদ্দিন।।
জুলাই সনদ ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

তিনি বলেন, তরুণ প্রজন্ম জুলাই আন্দোলনে যে রক্ত দিয়েছে, তার ন্যায্য বিচার না করে নতুন সরকার গঠন করা হলে সেই বিচার কখনোই সম্পূর্ণ হবে না। তিনি আরও দাবি করেন, আগামীর নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হতে হবে, স্বৈরাচারদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং আহত তরুণদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিএনজি স্ট্যান্ড এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ভূইঁয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকীসহ স্থানীয় ও জেলা পর্যায়ের জামায়াত ও সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন আয়োজনের জোর দাবি জানান এবং তরুণদের ত্যাগের ন্যায্য প্রতিদান নিশ্চিত করার আহ্বান জানান।