আরাফাত হোসেন, বরুড়াঃ
আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি নতুন অ্যাম্বুলেন্স পেল কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ার (UHC) শাখা থেকে এই বরাদ্দ দেয়া হয়েছে।বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল এর নিজ ফেসবুক টাইম লাইনে অ্যাম্বুলেন্স প্রাপ্তির কথা জানিয়েছেন। নতুন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়ায় কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
এছাড়াও, স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ারের (UHC) উপপরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার (প্রকিউরমেন্ট এন্ড লজিস্টিকস) হাসিবুর রহমান ভূঁইয়া হাসিব এবং কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন দিগন্তের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বরুড়ার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল।
জানা যায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৈনিক ৫০০-৬০০ রোগী আউটডোরে চিকিৎসা সেবা নেয়,প্রতি সপ্তাহে নরমাল ডেলিভারি ও সিজারিয়ান বেড়ে চলছে,বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারন মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল।
আরো দেখুন:You cannot copy content of this page