বন্ধ ক্যাম্পাসে শিক্ষার্থীদের শহরে চলাচলের জন্য বাস দিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন

কুবি প্রতিনিধি।।
অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ থাকলে শিক্ষার্থীদের টিউশন ও অন্যান্য প্রয়োজনে যাতায়াতের কথা বিবেচনায় ২টি বাস চলাচলের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৪ মে) পরিবহন পুলের সেকশন অফিসার মো: জাহিদুল আলম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

জাহিদুল আলম জানান, ‘ক্যাম্পাস থেকে বিকাল ৫টায় কান্দিরপাড়ের উদ্দেশ্যে বাস দুইটি ছাড়বে। একটি পুলিশ লাইন অভিমুখে কান্দিরপাড় যাবে এবং অন্যটি টমছম ব্রিজ অভিমুখে কান্দিরপাড় যাবে। তাছাড়া রাত সাড়ে ৮টায় কান্দিরপাড় হতে স্ব স্ব রুটে ক্যাম্পাসে ফিরবে।’

বন্ধ ক্যাম্পাসে বাস সার্ভিসের ব্যাপারে কুবির পরিবহন পুলের সেকশন অফিসার মো: জাহিদুল আলম বলেন, ‘শিক্ষার্থীরা বিভিন্ন কারণে শহরে যাতায়াত করে। যাতায়াতে শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতে প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি চলমান থাকবে।’

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল এক জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page