বরুড়া প্রতিনিধিঃ
বরুড়ায় আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল তিনটায় বরুড়া উপজেলার লক্ষিপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক,মোহাম্মদ কামরুল হাসান কুমিল্লা কতৃক নির্বাচিত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্র বিদ্যালয়ের সভাপতি সমর চন্দ্র সুত্রধরের সভাপতিত্বে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম. ফজলুল হক, বিশেষ অতিথি উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াছ মিয়া, লক্ষিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.নরুল ইসলাম, বিশেষ অতিথি বীর মুক্তি যোদ্ধা আব্দুস সাত্তার, বক্তব্য রাখেন নলুয়া চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শামসুল আলম, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-মো.ফখরুল ইসলাম, সমাবেশটি উপস্থাপনা করেন – দঃ লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম হাজারী, উপস্থিত ছিলেন ধুলিয়া মুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মাহবুবুল আলম, নলুয়া চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুচিত্রা ভৌমিক চম্পা ও নাছিমা আক্তার, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক- মোহাম্মদ মোতাছাম বিল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বৃন্দ আর ও উপস্থিত ছিলেন যাদের নিয়ে আয়োজন মায়েরা।
শিক্ষা অফিসার একে ফজলুল হক বলেন জেলা প্রশাসক মহোদয় কর্তৃক নির্বাচিত মডেল বিদ্যালয়টি সবচেয়ে পিছিয়ে পড়াদের মধ্যে একটি, এটিকে আমরা আপনাদের সহযোগিতায় এ বিদ্যালয়টিকে উপজেলায় একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তরিত করবো, বিদ্যালয়টির অবকাঠামো নির্মাণকাজ ও শিক্ষার্থীদের খেলার সামগ্রী বিতরণ করবো। এই বিদ্যালয়ের প্রতি আমাদের বিশেষ নজর সর্বদায় থাকবে, তবে আপনারা মায়েরা, অভিভাবকরা তথা এলাকাবাসীর সু -দৃষ্টি জরুরি।
আরো দেখুন:You cannot copy content of this page