০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির কুমিল্লার যমজ দুইবোন জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে- কুমিল্লায় সরওয়ার ছিদ্দিকী চৌদ্দগ্রামে কামরুল হুদার পক্ষে ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা

বিরোধী দলের ওয়াকআউটের মধ্যেও স্থানীয় সরকারমন্ত্রী পৌরসভা প্রশাসক বিল পাস করালেন

  • তারিখ : ০৮:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • 31

গোলাম কিবরিয়া।।
পৌরসভায় প্রশাসক নিয়োগের বিধান নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের একাধিক সংসদ সদস্য। এ বিধানের বিরোধিতা করে তারা বলেছেন, এই বিধান অসাংবিধানিক। তবে তাদের বিরোধিতার মুখে মেয়াদোত্তীর্ণ পৌরসভায় সরকারি কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক নিয়োগের বিধান রেখেই পৌরসভা আইনের সংশোধনী জাতীয় সংসদে পাস হয়েছে।

এতে সরকারের দেওয়া এ নির্দেশ পালনে ব্যর্থ হলে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছে সেই কর্মকর্তাদের।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদের ওয়াকআউটের মধ্য দিয়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইনের সংশোধনী পাস হয়। বিল পাসের আলোচনায় অংশ নিয়ে হারুন প্রশাসক নিয়োগের কারণ, সরকারের কোন কোন নির্দেশ পালন করতে হবে- এ বিষয়গুলোর স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। তিনি বলেন, এসবের ব্যাখ্যা না পেলে তিনি ওয়াকআউট করবেন। পরে বিলটি পাসের সময় তিনি সংসদকক্ষ থেকে ওয়াকআউট করেন।

এর আগে হারুন বলেন, এখন আওয়ামী লীগের দলীয় কর্মসূচি পালন করছেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। জনগণকে সেই কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। ভিন্নমতের কেউ তাদের সেই কর্মসূচিতে না গেলে তাদের সরিয়ে দেওয়ায় উদ্দেশেই এ আইন করা হচ্ছে। এই আইনে অবশ্যই স্পষ্ট করতে হবে সরকারের কোন কোন নির্দেশ পালন করতে হবে।

জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, সংবিধানে বলা হয়েছে নির্বাচিত ব্যক্তিদের দ্বারা স্থানীয় সরকার পরিচালিত হবে। কিন্তু প্রশাসক নিয়োগের বিধান সংবিধানের কোথায় রয়েছে, দেখিয়ে দিতে হবে। এই আই সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, যে স্থানে নির্বাচিত প্রতিনিধি থাকার কথা, কিন্তু সে স্থানে যদি অনির্বাচিত কেউ বসে তাহলে কি এই আইন সংবিধানের পরিপন্থী হবে না? তত্ত্বাবধায়ক সরকার অনির্বাচিত বিধায় এটি বাদ দেওয়া হয়েছে। সেখানে কেন স্থানীয় সরকারে অনির্বাচিত ব্যক্তিকে বসানো হবে, এর ব্যাখ্যা দিতে হবে। তিনি বলেন, এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

বিরোধী দলের সংসদ সদস্যদের এমন বক্তব্যের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, প্রশাসক নিয়োগের বিধান রাখার বিষয়টি যৌক্তিক। বিভিন্ন কারণে অনেক সময় নির্বাচন করা নিয়ে আইনগত জটিলতা তৈরি হয়। অনেকে এর সুযোগ নিয়ে থাকেন। তাই এই আইন করা হয়েছে, যাতে অযোগ্য কেউ কোনোভাবে সুযোগ নিতে না পারে।

উল্লেখ্য, বিদ্যমান আইনে নতুন পৌরসভা গঠনের পর সেখানে প্রশাসক বসানোর সুযোগ ছিল। কিন্তু নতুন আইনে মেয়াদোত্তীর্ণ পৌরসভায় প্রশাসক বসানো এবং সরকার চাইলে যেকোনো ব্যক্তিকে এই পদে নিয়োগ দেওয়ার সুযোগ রেখে আইন পাস করা হয়েছে।

error: Content is protected !!

বিরোধী দলের ওয়াকআউটের মধ্যেও স্থানীয় সরকারমন্ত্রী পৌরসভা প্রশাসক বিল পাস করালেন

তারিখ : ০৮:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

গোলাম কিবরিয়া।।
পৌরসভায় প্রশাসক নিয়োগের বিধান নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের একাধিক সংসদ সদস্য। এ বিধানের বিরোধিতা করে তারা বলেছেন, এই বিধান অসাংবিধানিক। তবে তাদের বিরোধিতার মুখে মেয়াদোত্তীর্ণ পৌরসভায় সরকারি কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক নিয়োগের বিধান রেখেই পৌরসভা আইনের সংশোধনী জাতীয় সংসদে পাস হয়েছে।

এতে সরকারের দেওয়া এ নির্দেশ পালনে ব্যর্থ হলে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছে সেই কর্মকর্তাদের।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদের ওয়াকআউটের মধ্য দিয়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইনের সংশোধনী পাস হয়। বিল পাসের আলোচনায় অংশ নিয়ে হারুন প্রশাসক নিয়োগের কারণ, সরকারের কোন কোন নির্দেশ পালন করতে হবে- এ বিষয়গুলোর স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। তিনি বলেন, এসবের ব্যাখ্যা না পেলে তিনি ওয়াকআউট করবেন। পরে বিলটি পাসের সময় তিনি সংসদকক্ষ থেকে ওয়াকআউট করেন।

এর আগে হারুন বলেন, এখন আওয়ামী লীগের দলীয় কর্মসূচি পালন করছেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। জনগণকে সেই কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। ভিন্নমতের কেউ তাদের সেই কর্মসূচিতে না গেলে তাদের সরিয়ে দেওয়ায় উদ্দেশেই এ আইন করা হচ্ছে। এই আইনে অবশ্যই স্পষ্ট করতে হবে সরকারের কোন কোন নির্দেশ পালন করতে হবে।

জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, সংবিধানে বলা হয়েছে নির্বাচিত ব্যক্তিদের দ্বারা স্থানীয় সরকার পরিচালিত হবে। কিন্তু প্রশাসক নিয়োগের বিধান সংবিধানের কোথায় রয়েছে, দেখিয়ে দিতে হবে। এই আই সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, যে স্থানে নির্বাচিত প্রতিনিধি থাকার কথা, কিন্তু সে স্থানে যদি অনির্বাচিত কেউ বসে তাহলে কি এই আইন সংবিধানের পরিপন্থী হবে না? তত্ত্বাবধায়ক সরকার অনির্বাচিত বিধায় এটি বাদ দেওয়া হয়েছে। সেখানে কেন স্থানীয় সরকারে অনির্বাচিত ব্যক্তিকে বসানো হবে, এর ব্যাখ্যা দিতে হবে। তিনি বলেন, এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

বিরোধী দলের সংসদ সদস্যদের এমন বক্তব্যের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, প্রশাসক নিয়োগের বিধান রাখার বিষয়টি যৌক্তিক। বিভিন্ন কারণে অনেক সময় নির্বাচন করা নিয়ে আইনগত জটিলতা তৈরি হয়। অনেকে এর সুযোগ নিয়ে থাকেন। তাই এই আইন করা হয়েছে, যাতে অযোগ্য কেউ কোনোভাবে সুযোগ নিতে না পারে।

উল্লেখ্য, বিদ্যমান আইনে নতুন পৌরসভা গঠনের পর সেখানে প্রশাসক বসানোর সুযোগ ছিল। কিন্তু নতুন আইনে মেয়াদোত্তীর্ণ পৌরসভায় প্রশাসক বসানো এবং সরকার চাইলে যেকোনো ব্যক্তিকে এই পদে নিয়োগ দেওয়ার সুযোগ রেখে আইন পাস করা হয়েছে।