মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা সমাজকল্যাণ কর্তৃক আয়োজিত ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টায় নাল্লা ফুটবল মাঠে ড. মোবারক হোসাইন ফুটবল একাদশ এবং বায়েক ফুটবল একাদশের মধ্যকার ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বায়েক ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে ড. মোবারক হোসাইন ফুটবল একাদশ বিজয়ী হয়।
এতে সফিকুল ইসলাম শহীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ আনোয়ার হোসেন ভূইঁয়া।
প্রধান মেহমান ছিলেন দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান ভূইঁয়া রিপন। বিশেষ মেহমান ছিলেন তফাজ্জল হোসেন (তবদল) মেম্বার। প্রধান আকর্ষন ছিলেন তাইফ আল তাসরিফ।
সহ-সভাপতি ছিলেন ডাঃ সিরাজুল ইসলাম। এসময় একরামুল করিম ভূইঁয়া, শাহ আলম মাষ্টারসহ উপজেলার ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে মনোমুগ্ধকর ফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলায় বিজয়ী হওয়ায় টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এডভোকেট ডক্টর মোবারক হোসাইন। খেলায় হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকরা খেলা উপভোগ করেন।
আরো দেখুন:You cannot copy content of this page