মঙ্গলবার থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের আলোচনা শুরু

নিউজ ডেস্ক।।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার দ্বাদশ দিনের সংলাপ শেষে তিনি এ কথা জানান।

সংলাপ-পরবর্তী ব্রিফিংয়ে অধ্যাপক রীয়াজ বলেন, “তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। আগামী মঙ্গলবার থেকে এর গঠন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে। প্রয়োজনে কমিশনের প্রস্তাব সংশোধনও করা হবে।”

তিনি জানান, কমিশন আশা করছে, ধারাবাহিক অগ্রগতি অব্যাহত থাকলে জুলাই মাসের শেষ নাগাদ ‘জাতীয় সনদে’ উপনীত হওয়া সম্ভব হবে।

প্রধান বিচারপতি নিয়োগেও ঐকমত্য
এ সময় প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আলোচনার প্রসঙ্গ টেনে অধ্যাপক রীয়াজ বলেন, “রাজনৈতিক দলগুলো আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে একমত হয়েছে। তবে প্রথম দুইজন জ্যেষ্ঠ বিচারপতির মধ্য থেকে একজনকে নিয়োগের বিষয়ে দলগুলো চাইলে জনগণের মতামতের জন্য তাদের নির্বাচনী ইশতেহারে বিষয়টি উল্লেখ করতে পারবে।”

তিনি আরও বলেন, “যদি জনগণ সে বিষয়ে ম্যান্ডেট দেয়, তবে ভবিষ্যতে সংবিধান সংশোধন করে এই বিধান সংযোজন করাও সম্ভব।”

জাতীয় ঐকমত্য সনদ আসছে জুলাইয়ের শেষ নাগাদ
জাতীয় ঐকমত্য সনদের অগ্রগতি নিয়েও আশাবাদ ব্যক্ত করে আলী রীয়াজ বলেন, “জুলাইয়ের শেষ নাগাদ একটি পূর্ণাঙ্গ জাতীয় সনদ প্রকাশের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সব পক্ষের পরামর্শ নিয়ে এই সনদ চূড়ান্ত করা হবে।”

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page