মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে স্বাস্থ্যবিধি মেনে এবার ১৪৫টি পূজামন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ডা. যুগল ব্রহ্মচারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিত্যানন্দ রায়, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম একেএম আজাদ, ইউপি চেয়ারম্যান বণ কুমার শিব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আফজালুন্নেছা বাসেত, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বিশ্বজিত সরকার বিষু, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাম প্রসাদ মেম্বার প্রমুখ।
প্রস্তুতি সভা শেষে উপজেলার ১৪৫টি পূজামন্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে এককালীন অনুদান তুলে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
আরো দেখুন:You cannot copy content of this page