মুরাদনগরে ২৪ ঘন্টায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগরে ২৪ ঘন্টায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন প্রকার মাদকসহ ৭মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার কোম্পানীগঞ্জসহ থানার একাধিক এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নুরুল হক(৪২), সুজন মিয়া(২৫), এনামুল হক(২৮), সাজ্জাদ হোসেন(৩০), মরিয়ম বেগম(৬৬), ময়নাল হোসেন(২৮), চয়ন দেবনাথ(৩৫)।

এ সময় গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে গাঁজা, ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদক ব্যবসায়ীরা মুরাদনগরের বাইরে থেকে এসে ভ্রাম্যমান বিক্রেতা হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।

মুরাদনগর থানার সদ্য যোগদানকৃত ওসি আবুল হাশিম জানান, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম এর নির্দেশনায় আমরা এ থানা এলাকাকে মাদকমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছি। মাদকের সাথে কোন ভাবেই আপোষ করা হবে না। এ লক্ষ্যে থানার সকল অফিসারদেরকে আমি নিজেই নেতৃত্ব দিচ্ছি। মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজীর বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page