মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভেসাল জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) দিনব্যাপী উপজেলার বিভিন্ন খাল-বিলে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। অভিযানে মাছের চলাচল ও প্রজননে বাধা সৃষ্টি করছে এমন সব ভেসাল জাল চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, শাহরাস্তি থানার সাব-ইন্সপেক্টরসহ পুলিশের একটি দল। অভিযানে জব্দকৃত সব ভেসাল জাল একই দিন রাতেই উপজেলা পরিষদ প্রাঙ্গণে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, খাল-বিলের স্বাভাবিক পানিপ্রবাহ ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে। একইসঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এই উদ্যোগের ফলে মাছের উৎপাদন বাড়বে এবং নদীনির্ভর জীবিকা টিকে থাকবে।
আরো দেখুন:You cannot copy content of this page