০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকির ঘটনার প্রতিবাদ সমাবেশ বিএনপির ৩১ দফা ও কুমিল্লা উন্নয়ন ভাবনা লিফলেট বিতরণ করলেন হাজী ইয়াছিন কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে নগরীর সকল মসজিদে দোয়া-মিলাদ চৌদ্দগ্রামে মেসার্স মা ব্রিক্স ফের চালু করতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু ভুমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফয়জুন্নেসা হলে ফাটল, খসে পড়েছে আস্তরণ কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড

শাহরাস্তিতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ভেসাল জাল ধ্বংস, মাছের প্রজননে স্বস্তি

  • তারিখ : ০৩:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • 76

মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভেসাল জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) দিনব্যাপী উপজেলার বিভিন্ন খাল-বিলে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। অভিযানে মাছের চলাচল ও প্রজননে বাধা সৃষ্টি করছে এমন সব ভেসাল জাল চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, শাহরাস্তি থানার সাব-ইন্সপেক্টরসহ পুলিশের একটি দল। অভিযানে জব্দকৃত সব ভেসাল জাল একই দিন রাতেই উপজেলা পরিষদ প্রাঙ্গণে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, খাল-বিলের স্বাভাবিক পানিপ্রবাহ ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে। একইসঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এই উদ্যোগের ফলে মাছের উৎপাদন বাড়বে এবং নদীনির্ভর জীবিকা টিকে থাকবে।

error: Content is protected !!

শাহরাস্তিতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ভেসাল জাল ধ্বংস, মাছের প্রজননে স্বস্তি

তারিখ : ০৩:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভেসাল জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) দিনব্যাপী উপজেলার বিভিন্ন খাল-বিলে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। অভিযানে মাছের চলাচল ও প্রজননে বাধা সৃষ্টি করছে এমন সব ভেসাল জাল চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, শাহরাস্তি থানার সাব-ইন্সপেক্টরসহ পুলিশের একটি দল। অভিযানে জব্দকৃত সব ভেসাল জাল একই দিন রাতেই উপজেলা পরিষদ প্রাঙ্গণে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, খাল-বিলের স্বাভাবিক পানিপ্রবাহ ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে। একইসঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এই উদ্যোগের ফলে মাছের উৎপাদন বাড়বে এবং নদীনির্ভর জীবিকা টিকে থাকবে।