শাহরাস্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে বেকারি মালিক’কে ৪০ হাজার টাকা জরিমানা

মোঃ জামাল হোসেন।।
শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজার এলাকায় অবস্থিত বি-বাড়িয়া ফুড অ্যান্ড বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা’র মহোদয়ের নির্দেশনায় (১৩ মে) মঙ্গলবার এ মোবাইল কোর্টে পরিচালনা করা হয়, বেকারিতে পরিবেশগত অব্যবস্থাপনা, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন ব্যতীত লোগো ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কার্যক্রম পরিচালনা করছিল।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮ এর ২৭ ধারাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। বিভিন্ন অনিয়মে প্রতিষ্ঠানটির দায়িত্বরত মোঃ মনির হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

এ সময় বিএসটিআই কুমিল্লা অঞ্চলের পরিদর্শক ও শাহরাস্তি থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page