মোঃ বাছির উদ্দিন।।
“চল সাথী ফিরে যাই চল সোনালী কৈশোরে” এই স্লোগানকে লালন করে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের তিন যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার (১১ জানুয়ারি) আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, মধ্যহ্নভোজ ও সংগীতানুষ্ঠানসহ দিনব্যাপী নানা জমকালো অনুষ্ঠানের আয়োজনে করা হয়।
দিনের শুরুতে সকাল ৯টায় প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠ থেকে আনন্দ শোভাযাত্রাটি নিয়ে বের হয়ে কুমিল্লা-মিরপুর সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে তারা অন্যান্য অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে ১৯৮৯-২০২৪ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন। সেখানে এক স্কুল জীবনের কৈশোরের আবেঘগন পরিবেশ তৈরী হয়। সবশেষে অনুষ্ঠানটি সফল ও স্বার্থক করায় আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরো দেখুন:You cannot copy content of this page