মাহফুজ নান্টু, কুমিল্লা।
মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীরকণ্যা ফুল বানু ঘর পেয়েছেন। তাকে একটি গাভী দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো। শুক্রবার বিকেলে ফুল বানুর জন্য গাভী পাঠিয়ে কথা রেখেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এখন আর্থিক সংগতি লাঘব হবে এমন স্বপ্ন দেখছেন ফুলবানু।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড়ধর্মপুর এলাকায় বীরকণ্যা ফুল বানুর বাড়ী। কদিন আগে স্বেচ্ছাসেবী সংগঠন চেষ্টা নতুন ঘর তৈরী করে দেয়। নতুন ঘরের চাবি হস্তান্তরের সময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বীরকন্যাকে বলেছিলেন তিনি ফুল বানুকে একটি গাভী উপহার দিবেন। এতে করে আর্থিক স্বচ্ছলতা বাড়বে।
সদর দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে বীরকন্যা ফুলবানুর বাড়ীতে আমরা হাজির হই। জেলা প্রশাসক মহোদয় যে গাভীটি উপহার দিয়েছেন আমরা তা ফুল বানুর কাছে হস্তান্তর করেছি।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুর রহমান, সদর দক্ষিন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবাশীষ চৌধুরীসহ অন্যানরা।
আরো দেখুন:You cannot copy content of this page