স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে পূবালী ব্যাংকের একটি শাখায় চেতনানাশক মিশ্রিত রুমাল ব্যবহার করে কৌশলে এক নারী গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার সময় আবুল কালাম (৫৫) নামে এক রুমাল পার্টি সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
আটক আবুল কালাম ঢাকার সূত্রাপুর থানার লালচাঁন এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
জানা গেছে, সোমবার দুপুরে চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা গ্রামের মাসুকা বেগম পূবালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখায় নিজের অ্যাকাউন্ট থেকে ৪ লাখ টাকা উত্তোলন করেন। টাকা গোনার সময় আবুল কালাম কৌশলে চেতনানাশকযুক্ত রুমাল ব্যবহার করে ১ লাখ টাকার একটি বান্ডিল হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন।
তবে মাসুকা বেগমের মেয়ে ঘটনাটি টের পেয়ে চিৎকার করলে ব্যাংকের নিরাপত্তা প্রহরীরা গেইট বন্ধ করে দেন এবং আবুল কালামকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করা হয়।
এরপর ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবুল কালামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “রুমাল দিয়ে এক নারী গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় আবুল কালাম নামে একজনকে ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত চলছে, ভুক্তভোগী নারী মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।”











