কুমিল্লায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সদস্যসহ গ্রেফতার ১১

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ৮জনসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চকবাজার ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মোঃ জসিম (৪৩), ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সাবেক কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পির ভাতিজা মাহবুব খান সোয়েব (২৬), আমড়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সদস্য তাজুল ইসলাম(৫৫), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম জানু (৬৫), মহানগর আওয়ামীলীগের সদস্য মোঃ সাইফুল হক (৫৮), জেলা ছাত্রলীগ নেতা শামছুল আরেফিন রাহাত (৪৬), মহানগর আওয়ামী লীগের সক্রিয় কর্মী আবদুল আজিজ মিঠু (৫৪), সদর উপজেলার ৩ নম্বর দূর্গাপুর ইউপির ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান লাদেন (২২), এছাড়া অন্যান্য মামলায় হাসান (২৩), আবদুল মালেক (৬৫) ও মোঃ কামাল (১৯) নামে তিনজনকে গ্রেফতার করা হয়।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মহিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের গ্রেফতারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আজ বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page