কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করা আরও এক কিশোরীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে শ্রাবন্তী রানী সরকার নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে৷

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে তার নিজ বাড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তর সতানন্দীতে আত্মহত্যা করে।

পুলিশ জানায়, শ্রাবন্তী রানী সরকার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। আজ ফলাফল ঘোষণার পর জানতে পারে, সে বিজ্ঞান বিষয়ে ফেল করেছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

শ্রাবন্তী রানী সরকার উপজেলার দাউদকান্দি পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর সতানন্দী গ্রামের রতন চন্দ্র সরকারের মেয়ে।

দাউদকান্দি মডেল থানার এসআই আবুবকর বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি এবং মৃতদেহটি থানায় নিয়ে আসি।

এদিকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে কুমিল্লার বুড়িচংয়ে প্রভা নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) আড়াইটায় উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা নিজ বাড়িতে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page