জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার আবিদপুর বাজারের একটি মুদি দোকান থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ১,৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন।
মঙ্গলবার (১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। বুধবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।
ইউএনও জানান, “আবিদপুর বাজারে কাউসার নামের এক ব্যবসায়ীর মুদি দোকানে তল্লাশি চালিয়ে টিসিবির লেবেলযুক্ত ৭৯টি কার্টুনে মোট ১,৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য এক লাখ ৪২ হাজার ২০০ টাকা।”
তিনি আরও বলেন, টিসিবির পণ্য ব্যক্তিগতভাবে মজুদ ও বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। অভিযুক্ত ব্যবসায়ী ২ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন এবং তেলগুলো জব্দ করা হয়েছে।
তবে অভিযুক্ত দোকানি কাউসার জানান, তিনি এসব তেল কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে কিনে এনেছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, “এই তেল কোথা থেকে এসেছে এবং কোন ডিলারের মাধ্যমে বাজারজাত হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত তেল নিয়ম অনুযায়ী উপযুক্তদের মাঝে বিতরণ করা হবে।”
এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে দাবি করেছেন, টিসিবির পণ্য যেন যথাযথভাবে নির্ধারিত ভোক্তার হাতে পৌঁছায়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা উচিত।
আরো দেখুন:You cannot copy content of this page