চৌদ্দগ্রামে ধর্মপুর হাফেজিয়া নূরানী মাদরাসার মোহতামীমের বিদায় সংবর্ধনা

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঐতিহ্যবাহী ধর্মপুর (দৌলবাড়ী) হাফেজিয়া নূরানী মাদরাসার মোহতামীম হাফেজ ক্বারী মো: সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। তিনি ৩০ বছর শিক্ষকতা জীবনে টানা ২৭ বছর ধর্মপুর হাফেজিয়া নূরানী মাদরাসার মোহতামীমের দায়িত্ব পালন করেছেন।

শনিবার (২৪ মে) মোহতামীম হাফেজ ক্বারী মো: সিরাজুল ইসলামে শেষ কর্ম দিবস ছিল। তাই মাদ্রাসা কমিটি, সহকর্মী, বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ধর্মপুর কেন্দ্রীয় জামে মসজিদে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মানপত্র, সম্মাননা ক্রেস্ট, উমরা হজ্জের টিকেট ও ১ লক্ষ ৩০ হাজার নগদ টাকা উপহার প্রদান করা হয় বিদায়ী মোহতামীম হাফেজ ক্বারী মো: সিরাজুল ইসলামকে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ বছর ধরে গুণী এই মোহতামীমের মাধ্যমে এলাকার ছাত্ররা জ্ঞানের আলো নিয়ে আলোকিত মানুষ হয়েছেন। দীর্ঘ পথ চলায় তিনি দক্ষতা এবং সততার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছেন। তার বিনয়ী আচরণের কারণে সব শ্রেণি ও পেশার মানুষ উনাকে ভালোবাসতো। উনার হাতে হাজার হাজার আলেম সৃষ্টি হয়েছে। যারা বিশ্বের নানা প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আল্লাহর একত্ববাদ প্রচারে কাজ করছেন।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মপুর হাফেজিয়া নূরানী মাদরাসার সভাপতি আলহাজ্ব আবুল হাসেমের সভাপতিত্বে খামার পদুয়া বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছুপুয়া ছফরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা কাজী শহিদ উল্লাহ, মাওলানা মনজুরুল ইসলাম, দৌলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জাকারিয়া বিন সাইফ, ধর্মপুর হাফেজিয়া নূরানী মাদরাসার সহ-সভাপতি মো: এছহাক মিয়া, ধর্মপুর নাজিম আলী স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মামুনুর রহমান, দৌলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন মিলন, ধর্মপুর গ্রামের সর্দার মাসুদ কবির বারকু, মাদরাসার প্রাক্তন ছাত্র হাফেজ নাজমুল হাসান, দৌলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম, অভিভাবক মো: হানিফ, ডা: মীর আহম্মেদ মজুমদার, দৌলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির পরিচালক অহিদুর রহমান, শিক্ষক হাফেজ মাওলানা জাকারিয়া, ডা: হারুনুর রশিদ, সমাজসেবক আফতাবুল ইসলাম কাজল, বশির আহম্মেদ, সাবেক ব্যাংক কর্মকর্তা সাইদুর রহমান, ধর্মপুর ইসলামিক নবীন সংঘের সাধারণ সম্পাদক এজে কামরুল, হাফেজ নূরে আলম প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শিক্ষক মন্ডলী ও ছাত্ররা উপস্থিত ছিলেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page