ইতালির রেলক্রসিং থেকে কুমিল্লার এক যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক।।
ইতালির একটি শহরের রেলক্রসিং থেকে মিজানুর রহমান সরকার (৩৮) নামের এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ইতালির পাদুভার মনসেলিস স্টেশনের ২০০ মিটার অদূরে একটি পুরাতন লেভেল ক্রসিং থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত মিজানুর রহমান কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর সরকার বাড়ির আবদুল লতিফের ছেলে।

ওই দুর্ঘটনার বিষয়ে মিজানুর রহমানের বড় ভাই মো. রফিকুল ইসলাম সরকার ইতালি থেকে মুঠোফোনে গনমাধ্যমে বলেন, ‘আমরা তিন ভাই ইতালিতে থাকি। মিজানুর রহমান ইতালির রাজধানী রোমে একটি রেস্তোরাঁয় কাজ করত। আগামী মাসে তার দেশে যাওয়ার কথা ছিল।’

মো. রফিকুল ইসলাম বলেন, দেশে যাওয়ার প্রয়োজনে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে মিজানুর রহমান রোম থেকে পাদুভার গিয়েছিল। পাদুভার ট্রেন ধরার জন্য সে সম্ভবত স্টেশনের একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’

রফিকুল ইসলাম আরও বলেন, প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে শিগগিরই মিজানুরের মরদেহ দেশে পাঠানো হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page