কর্মীদের নিয়ে অসহায় কৃষকের ধান কেটে দিলেন কুবি মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ছাত্রলীগের পদ প্রত্যাশী আমিনুর রহমান বিশ্বাস তার নিজ এলাকার ছাত্রলীগের কর্মীদের নিয়ে অসহায় কৃষকের ধান কেটে দেন।

গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) আমিনুর রহমান তার নিজ এলাকা গোপালগঞ্জ জেলা মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন সালিনা বকসা গ্রামে ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীদের নিয়ে কৃষক মাসুদ শেখ এর ৩০ শতাংশ জমির ধান কেটে দেন।

এ বিষয়ে ছাত্রলীগের পদপ্রত্যাশী ও কুবি শাখার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুর বিশ্বাস বলেন, জমির ধান কাটা নিয়ে কৃষক মাসুদ শেখ খুবই দুশ্চিন্তায় ছিলেন। বিষয়টি জানতে পেরে কেন্দ্রীয় ছাত্রলীগের নিদর্শন আমি ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীকে নিয়ে তার জমির ধান কেটে দেই। আমরা কৃষকের ৩০ শতক জমির ধান কেটে ক্ষেতেই মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছি। এতে কৃষক খুবই খুশি হয়েছেন। তার চোখে-মুখে আনন্দ ফুটে ওঠেছিল।

তিনি আরো বলেন, কৃষি ও খাদ্যশস্যে দেশকে স্বয়ংসসম্পূর্ণ করে গড়ে তোলার কারিগর শেখ হাসিনা। তার উন্নয়ন দর্শনের বড় অংশজুড়ে রয়েছে কৃষি ও কৃষক। তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জের আবাদি জমিতে সরেজমিনে মাঠে কৃষক ভাইদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধান কাটার কাজে অংশগ্রহণ করি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page