বি এম ফয়সাল।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ১ জুলাই থেকে। এর আগে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে ১৫ মে’র মধ্যে।
বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “বিগত বছরের নিয়ম অনুযায়ীই এবারও ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী ১২ মে থেকে শুরু হয়ে ১৫ মে পর্যন্ত ভর্তি চলবে। এরপর ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।”
উল্লেখ্য, কুবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৯ এপ্রিল এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা হয় ২৫ এপ্রিল। এছাড়া ২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলেছে বিভাগ নির্বাচন কার্যক্রম।
আরো দেখুন:You cannot copy content of this page