স্টাফ রিপোর্টার।।
রাত ১০টা, কুমিল্লার আমড়াতলি ইউনিয়নের শাহ মদিনা মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে শুকনো খাবারের গাড়ি নিয়ে হাজির এক তরুণ। নাম আরিফুল ইসলাম ও তারেক সাকিব, কাজ করেন কুমিল্লা ইপিজেড এর ব্রেন্ডিক্স কোম্পানিতে।
সাথে কাজী ফাউন্ডেশন ও কুমিল্লা টুডে নিউজ পরিবারের সদস্যরা। আরিফ এই বন্যায় ৪র্থ বারের মত ত্রাণ নিয়ে এসেছেন। কাজী ফাউন্ডেশন এর চেয়ারম্যান কাজী মোজাম্মেল হোসেন পলু ও কুমিল্লা টুডে নিউজ এর বার্তা সম্পাদক তৌহিদ খন্দকার তপুর উদ্যোগে বন্যার প্রথম দিন থেকেই কাজ করছেন তারা।
স্বেচ্ছাসেবীরা জানায়, যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে কাজ করে যাবেন তারা। প্রথমে নিজের অর্থে কাজ শুরু করলেও এখন অনেকেই এগিয়ে আসছেন। যারা হাত বাড়িয়ে দিবে তাদের সম্মাননা স্মারক প্রদান করা হবে।