
স্টাফ রিপোর্টার ।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রীদের বোরকা পরিধান নিয়ে অশালীন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে নিন্দার ঝড় ওঠে।
জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার শিক্ষার্থীদের জন্য ভিক্টোরিয়া কলেজ কর্তৃপক্ষের নিকট আরও একটি বাস বরাদ্দের দাবিতে লিখিত আবেদন জমা দেওয়া হয়। বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ছড়িয়ে পড়লে ওই পোস্টে মন্তব্য করেন রাশেদা আক্তার।
তিনি ফেসবুকের “ভিক্টোরিয়া সরকারি কলেজ হেল্পলাইন” নামক পেজের কমেন্টে উল্লেখ করেন- “এমন জোব্বা গায়ে লাগিয়ে তারা ভিক্টোরিয়ায় যায় শুধু একটা বিদেশি লেবারের জন্য, থুতু দেই ওদের। আমাদের দীর্ঘ সংগ্রামে পানি ঢেলে দিল।”
তার এই মন্তব্য ছাত্রীদের পাশাপাশি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদেরকেও অপমান করেছে বলে অভিযোগ উঠেছে।
ভিক্টোরিয়া কলেজের এক শিক্ষার্থী বলেন- “পর্দা ইসলামের বিধান। আমরা স্বেচ্ছায় বোরকা পড়ি ও ইসলামী জীবন বিধান মেনে চলি। আওয়ামী লীগ নেত্রী রাশেদা আক্তার শুধু বোরকা নিয়েই অপমান করেননি, বরং নারীদের মর্যাদা ও প্রবাসীদের অবদানকে হেয় করেছেন। আমরা তার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
এই বিষয়ে জানতে আওয়ামী লীগ নেত্রী রাশেদা আক্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।