নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা শহরতলীর দৌলতপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৬ পরিবারের অধিকাংশই ইপিজেড কর্মী। তারা ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বুধবার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার থেকে সূত্রপাত হওয়া ভয়াল আগুন পুড়ে গেছে তাদের ঘরের আসবাবপত্র সহ ঘরে থাকা সকল দ্রব্যাদি। তারা পরনের পোষাক ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি। সহায় সম্বল হারিয়ে নিন্মআয়ের মানুষগুলো এখন নি:স্ব হয়ে পড়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন শেষে খাদ্য সামগ্রী ও কম্বল তুলে দেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল। এসময় তিনি উপজেলা পরিষদের অনুদান সহ তাদেরকে সরকারি সাহার্য্য ব্যবস্থা করার আশ্বাস দেন। এসময় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.আমিনুল হক সহ অনান্যরা উপস্থিত ছিলেন।
বুধবার সন্ধ্যায় দৌলতপুর রেলগেইট সংলগ্ন হারু ভূঁইয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কুমিল্লা ফায়ার সার্ভিস এর ৪ চৌকস ইউনিট এসে স্থানীয় জনগনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন। গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার আদর্শ সদর উপজেলা প্রকল্প সমন্বয় কর্মকর্তা সরজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৬৬ লাখ টাকা বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রাজন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আদর্শ সদর উপজেলার দক্ষিন দূর্গাপুর ইউনিয়নের দৌলতপুর হারুন ভূইয়ার বাড়ির আমজাদ হোসেনের ভাড়াটিয়া ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। নিমিষে এ আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। মোজাম্মেল হক এর ৮ টি ভাড়াটিয়া পরিবারের ঘর ও ফারুক ভূইয়ার বসত ঘর সহ ভাঢ়াটিয়াদের ১০-১২ টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস ও ইপিজেড এর ৪ টি ইউনিট এসে প্রায় দেড় ঘন্টার মধ্যে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রাজন জানান, ক্ষতিগ্রস্থদের স্থানীয় ৪ পরিবার । বাকিরা ভাড়াটিয়া । খেটে খাওয়া মানুষ। ইপিজেডে কাজ করে। আগুনে ঘরের আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে যাওয়ায় তারা নি:স্ব হয়ে পড়েছে। বৃহস্পতিার সকালে আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করেছেন। এছাড়া তিনি উপজেলা পরিষদের অনুদান সহ তাদেরকে সরকারি সাহার্য্য ব্যবস্থা করার আশ্বাস দেন। অনান্যদেরকেও তিনি মানবিক সাহায্য নিয়ে এগিয়ে আসার আহবান জানান।
আরো দেখুন:You cannot copy content of this page