০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব নিহত বুড়িচংয়ে হুইলচেয়ার, সেলাই মেশিন ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করলেন ড. মোবারক হোসেন ধানের শীষের প্রার্থী ড. মোশাররফ হোসেনের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ শুরু দাউদকান্দিতে নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার : ৯ আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ কুমিল্লায় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি; দুই ঘণ্টা সেবা বন্ধ নবগঠিত বুড়িচং পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়ন : পিআরএ কর্মশালা অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় গেলে সাংবাদিকদের স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করা হবে: ড. মোবারক হোসেন

কুমিল্লার শ্বশুর বাড়ীতে বিষপানে যুবকের আত্মহত্যা

  • তারিখ : ০১:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • 47

বরুড়া প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়ায় শ্বশুর বাড়ীতে গিয়ে বিষপানে রাকিব হোসেন (২৪) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টায় শশুড় বাড়ি উপজেলার ভাউকসার (দঃপাড়া) আঃ মালেকের বাড়িতে বিষপান করলে তাকে শশুড় বাড়ির লোকজন ও অন্যান্যদের সহযোগীতায় দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

রাকিব হোসেন বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের ভাউকসার (মধ্য পাড়া) গ্রামের আব্দুল খালেকের ছেলে।

এ বিষয়ে রাকিবের মামা হুমায়ন কবির বলেন, রাকিব একই গ্রামের মালেকের মেয়ে সানজিদা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক ছিলে। পরে তারা দুজনে গোপনে বিয়ে করে। প্রথমে দুই পরিবার মেনে না নিলেও পরে গত এক বছর পূর্বে দুই পরিবার মিলে অনুষ্ঠানের মাধ্যমে সমঝোতা হয়। পরে দুই পরিবার সবাই সবার বাড়িতে আসা যাওয়া ছিল।

গত ৭/৮ মাস পূর্বে রাকিবের স্ত্রী সানজিদা বাপের বাড়িতে গিয়ে আর রাকিবের বাড়িতে আসে না। রাকিব সানজিদাকে রাকিবের বাড়িতে আনার জন্য শশুড় বাড়িতে যেত কিন্তু সানজিদা রাকিবের বাড়িতে আসে না। বৃহস্পতিবার দুপুরের পর রাকিব শশুড় বাড়িতে যায়।সন্ধ্যায় পৌনে ৬টায় রাকিবের শাশুড়ি ফোন করে বলে রাকিব বিষ খেয়েছে।

পরে আমরা সবাই রাকিবের শশুড় বাড়িতে গিয়ে রাকিবকে দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়”।

এ বিষয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নিশাত সুলতানা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রাকিব নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সে বিষ খেয়েছে। রাতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়”।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান বলেন, রাকিব নামে একটি ছেলে বিষপান করেছে। সে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়ার খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লার শ্বশুর বাড়ীতে বিষপানে যুবকের আত্মহত্যা

তারিখ : ০১:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১

বরুড়া প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়ায় শ্বশুর বাড়ীতে গিয়ে বিষপানে রাকিব হোসেন (২৪) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টায় শশুড় বাড়ি উপজেলার ভাউকসার (দঃপাড়া) আঃ মালেকের বাড়িতে বিষপান করলে তাকে শশুড় বাড়ির লোকজন ও অন্যান্যদের সহযোগীতায় দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

রাকিব হোসেন বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের ভাউকসার (মধ্য পাড়া) গ্রামের আব্দুল খালেকের ছেলে।

এ বিষয়ে রাকিবের মামা হুমায়ন কবির বলেন, রাকিব একই গ্রামের মালেকের মেয়ে সানজিদা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক ছিলে। পরে তারা দুজনে গোপনে বিয়ে করে। প্রথমে দুই পরিবার মেনে না নিলেও পরে গত এক বছর পূর্বে দুই পরিবার মিলে অনুষ্ঠানের মাধ্যমে সমঝোতা হয়। পরে দুই পরিবার সবাই সবার বাড়িতে আসা যাওয়া ছিল।

গত ৭/৮ মাস পূর্বে রাকিবের স্ত্রী সানজিদা বাপের বাড়িতে গিয়ে আর রাকিবের বাড়িতে আসে না। রাকিব সানজিদাকে রাকিবের বাড়িতে আনার জন্য শশুড় বাড়িতে যেত কিন্তু সানজিদা রাকিবের বাড়িতে আসে না। বৃহস্পতিবার দুপুরের পর রাকিব শশুড় বাড়িতে যায়।সন্ধ্যায় পৌনে ৬টায় রাকিবের শাশুড়ি ফোন করে বলে রাকিব বিষ খেয়েছে।

পরে আমরা সবাই রাকিবের শশুড় বাড়িতে গিয়ে রাকিবকে দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়”।

এ বিষয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নিশাত সুলতানা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রাকিব নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সে বিষ খেয়েছে। রাতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়”।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান বলেন, রাকিব নামে একটি ছেলে বিষপান করেছে। সে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়ার খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।